কলেজের বেতন বাকি, এবার আদালতে গেলেন কারিশমার মেয়ে সামাইরা কাপুর

শোবিজ ডেস্ক

নভেম্বর ২২, ২০২৫, ০১:৪১ পিএম

কলেজের বেতন বাকি, এবার আদালতে গেলেন কারিশমার মেয়ে সামাইরা কাপুর

পড়াশোনার খরচ না পাওয়ার অভিযোগে আদালতের দ্বারস্থ হলেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের মেয়ে সামাইরা কাপুর।

তার আইনজীবী মহেশ জেঠমালানি জানান, গত দুই মাস ধরে তার টাফ্টস ইউনিভার্সিটির বেতন পরিশোধ করা হয়নি। আইনি শর্ত অনুযায়ী, কারিশমার দুই সন্তান—সামাইরা ও কিয়ানের পড়াশোনার যাবতীয় খরচ বহন করার কথা ছিল বাবা সঞ্জয় কাপুরের, কিন্তু তার মৃত্যু হয়ে যাওয়ার পর বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব থেকে সেই ব্যয় বন্ধ হয়ে গেছে।                            

তবে প্রিয়া সচদেব কাপুর এবং তার আইনজীবী এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তারা আদালতে রসিদ ও নথিপত্র জমা দিয়ে দাবি করেছেন যে, প্রতি সেমিস্টারে ৯৫ লক্ষ রুপি পরিশোধ করা হয়েছে। 

শুনানির সময়, বিচারপতি জ্যোতি সিং উভয় পক্ষকে অতিরিক্ত নাটকীয়তা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “আমি এই বিষয়ে ৩০ সেকেন্ডও সময় নষ্ট করতে চাই না। এই প্রশ্ন আর আমার আদালতে আসা উচিত নয়, আমি চাই না শুনানি মেলোড্রামাটিক হয়।” 

গত জুনে প্রয়াত হয়েছেন সঞ্জয় কাপুর। তার উত্তরাধিকার তথা উইল ঘিরে কারিশমা এবং তার সন্তানেরা প্রিয়া সচদেবের বিরুদ্ধে আইনি লড়াই করছেন। তারা প্রিয়ার বিরুদ্ধে সঞ্জয়ের উইলে জালিয়াতির অভিযোগও তুলেছেন।

Link copied!