গুমের মামলায় ভার্চুয়ালি হাজিরা দিতে চান সেনা কর্মকর্তারা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০১:০৭ পিএম

গুমের মামলায় ভার্চুয়ালি হাজিরা দিতে চান সেনা কর্মকর্তারা

ছবি: সংগৃহীত

গুম ও খুনসহ মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন সেনা কর্মকর্তাদের সরাসরি উপস্থিত না করে ভার্চুয়াল হাজিরার আবেদন করেছেন তাদের আইনজীবীরা। পাশাপাশি গুমের অভিযোগে এসব সেনা কর্মকর্তাদের বিচারপ্রক্রিয়া সরাসরি সম্প্রচার (লাইভ টেলিকাস্ট) করারও আবেদন করা হয়েছে।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তরে সেনা কর্মকর্তাদের পক্ষে আবেদন দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হামিদুল মেজবাহ।

এর আগে একই দিনে গুম-খুন ও মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। কড়া নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করে সকাল ১০টার দিকে ঢাকা ক্যান্টনমেন্টের বিশেষ কারাগার থেকে তাদের প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়।

আজ রোববার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল আবেদনের ওপর শুনানি ও আদেশ দেবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

Link copied!