মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০২:৩২ পিএম

মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টে মুশফিকুর রহিমের ঐতিহাসিক শততম টেস্টে চতুর্থ দিনেই জয়ের মঞ্চ তৈরি হয়েছিল।  জয়ের জন্য শেষ দিনে প্রয়োজন ছিল মাত্র ৪ উইকেটের। তবে আইরিশ ব্যাটসম্যান কার্টিস ক্যাম্ফারের অটল প্রতিরোধে সকালের সেশনে অপেক্ষা বাড়ে স্বাগতিকদের।

শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে বাংলাদেশ ২১৭ রানের বিশাল জয়ে ম্যাচ জেতে। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজও নিজেদের করে নেয় টাইগাররা।

৫০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে আয়ারল্যান্ড ৬ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করেছিল। পঞ্চম দিনে ক্যাম্ফারের একপ্রান্ত ধরে থাকার লড়াই একসময় ড্রয়ের সম্ভাবনার কথা ভাবিয়েছিল সফরকারীদের। ২৫৯ বল মোকাবিলায় ক্যাম্ফার খেলেন ৭১ রানের অপরাজিত ইনিংস, আর তাকে সঙ্গ দেন গ্যাভিন হোয়ে (১০৪ বল ৩৭ রান)।

দ্বিতীয় সেশনের মাঝপথে বাংলাদেশি স্পিনাররা কার্যকর হন। ক্যাম্ফারকে এক প্রান্তে রেখে বাকি সব উইকেট তুলে নিয়ে আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংস ১১৩.৩ ওভারে ২৯১ রানে গুটিয়ে যায়। তাইজুল ইসলাম ও হাসান মুরাদ দুজনেই ৪টি করে উইকেট নেন।

এর আগে পুরো ম্যাচজুড়েই ছিল বাংলাদেশের আধিপত্য। নিজেদের প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪৭৬ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে তাইজুল ইসলামের ৪ উইকেটের কারণে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হয়।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৪ উইকেটে ২৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। মাহমুদুল হাসান জয় ৬০, সাদমান ইসলাম ৭৮ এবং মুমিনুল হক ৮৭ রান করেন। শততম টেস্টে মুশফিক দুই ইনিংসেই ছিলেন উজ্জ্বল; দ্বিতীয় ইনিংসে তিনি ৫৩ রানে অপরাজিত ছিলেন।

Link copied!