ঢাকায় আসছেন জনপ্রিয় গায়ক আতিফ আসলাম

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২০, ২০২৫, ০৩:০১ পিএম

ঢাকায় আসছেন জনপ্রিয় গায়ক আতিফ আসলাম

ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও ঢাকায় আসছেন। বিষয়টি নিজেই গায়ক তার অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা করেছেন। আতিফ বুধবার একটি ছবি পোস্ট করে জানিয়েছেন, ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে তার বহুল প্রত্যাশিত কনসার্ট। পোস্টের ক্যাপশনে তিনি কনসার্টের সঠিক তারিখ উল্লেখ করেছেন।

আতিফ আসলাম পোস্টে লিখেছেন, ‘১৩ ডিসেম্বর ২০২৫ ঢাকায়’, সঙ্গে একটি ছবি যুক্ত করেছেন যেখানে কনসার্টে গান পরিবেশনের সময় ও টিকিট সংক্রান্ত তথ্য উল্লেখ রয়েছে। এর আগেই আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ জানিয়েছিল, ১৩ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরার খোলা মাঠে অনুষ্ঠিত হবে গায়কের ওপেন-এয়ার কনসার্ট ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। আতিফের নিজের ঘোষণায় ভক্তদের উচ্ছ্বাস আরও বেড়েছে।

মেইন স্টেজের তথ্য অনুযায়ী, কনসার্টের দিন দুপুর ১টা থেকে গেট খোলা হবে। পরিবেশনা শুরু হবে বিকেল ৫টা থেকে এবং চলবে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত। দর্শকদের সুবিধার জন্য একাধিক ক্যাটাগরির টিকিট রাখা হয়েছে এবং শিগগিরই অনলাইনে অগ্রিম বিক্রি শুরু হবে।

প্রসঙ্গত, আতিফ আসলাম ২০০৪ সালে ‘জলপারি’ ও ‘আদাত’ গান দিয়ে আলোচনায় আসেন। এরপর বলিউডে একের পর এক হিট গান উপহার দিয়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘ও তেড়ে বিনা’, ‘তেরা হোনে লাগা হুঁ’, ‘ও মেরে খোদা’, ‘পেহলি নজর মে’সহ একাধিক গান। তার লাইভ পারফরম্যান্সের শক্তি, আবেগ ও কারিশমা তাকে দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় লাইভ পারফর্মার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বাংলাদেশে আতিফ আসলামের বিপুল ভক্ত রয়েছে। তার কনসার্টে ভক্তদের ঢল নামে। গত বছর ২৯ নভেম্বর ঢাকায় এসে মাতিয়েছিলেন দর্শকদের। এবার নিজেই ঢাকায় ফেরার ঘোষণা করায় ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

Link copied!