দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৫, ০৩:০২ পিএম

দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা

ছবি: সংগৃহীত

দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান আজ থেকে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।

সংগঠনটি জানায়, সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে ডিবি আটক করা এবং এনইআইআর ব্যবস্থার কারণে মোবাইল মার্কেট সংকুচিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে আজকের মধ্যে মুক্তি না দিলে তারা সারাদেশে কঠোর আন্দোলনে নামবেন এবং ‍‍`দেশ অচল করে দেওয়ার‍‍` হুমকিও দেন।

গত রাতে সুমাশটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ী আবু সাইয়েদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তুলে নিয়েছে বলে অভিযোগ ওঠে।

পিয়াসের পরিবারের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে জানতে চাইলে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এবং ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার তাসলিমুর রহমান মন্তব্য করতে রাজি হননি।

আবু সাঈদ পিয়াসের স্ত্রী সুমাইয়া চৌধুরী জানিয়েছেন, গতরাত ৩টার দিকে মিরপুর–১ এলাকার বাসা থেকে তার স্বামীকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। এ সময় ডিবি সদস্যরা পিয়াসের মোবাইল ফোনটিও জব্দ করেছে।

অনিবন্ধিত স্মার্টফোনের ব্যবহার রোধ এবং টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে। এনইআইআর এমন একটি কেন্দ্রীয় ব্যবস্থা, যা প্রতিটি হ্যান্ডসেটের আন্তর্জাতিকভাবে অনুমোদিত আইএমইআই নম্বরকে ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যবহৃত সিমের সঙ্গে যুক্ত করে নিবন্ধন করবে। সরকার আশা করছে, এটি চালু হলে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা অননুমোদিত ফোনের ব্যবহার সম্পূর্ণ বন্ধ হবে।

Link copied!