সংগৃহীত
গাজীপুরের বাইপাইল এলাকায় আজ সকালে রিখটার স্কেলে ৩.৩ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবির জানান, সকাল ১০টা ৩৬ মিনিটে এ ভূমিকম্পটি ওই এলাকায় অনুভূত হয়।
উল্লেখ্য, এর আগের দিন দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে রাজধানী ঢাকায়, শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সেই ভূমিকম্পে অন্তত ১০ জনের প্রাণহানির খবর মিলেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকালের ভূমিকম্পটি সকাল ১০টা ৩৮ মিনিটে রেকর্ড করা হয় এবং এর মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী, যা ঢাকার আগারগাঁও সিসমিক সেন্টার থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে অবস্থিত।