তারেক রহমানের জন্মদিনে অনুষ্ঠান করবে না বিএনপি

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৫, ০৮:৫০ পিএম

তারেক রহমানের জন্মদিনে  অনুষ্ঠান করবে না বিএনপি

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা বা কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন না করার নির্দেশ দিয়েছে দলটি। এসব অনুষ্ঠানের জন্য নির্ধারিত অর্থ দান করার আহ্বান জানানো হয়েছে।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নির্দেশনার কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, গত বছরের মতো এবারও আগামী বৃহস্পতিবার (২০ নভেম্বর) তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ‘কেক কাটা থেকে শুরু করে কোনো অনুষ্ঠান না করার নির্দেশ দেওয়া হয়েছে’। তিনি জানান, কেউ অনুষ্ঠান আয়োজনের চিন্তা করলে সেই অর্থ দান করে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ এবং সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল।

Link copied!