ছবি: সংগৃহীত
স্বপ্নের এক রাত উপহার দেওয়ার পর নিজেদের নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন বাংলাদেশ দলের নায়করা। ভারতের বিরুদ্ধে ২২ বছর পর ঐতিহাসিক জয়ের সুখস্মৃতি নিয়ে সিলেটে পরিবারের সঙ্গে সময় কাটাতে গেছেন সমিত সোম। আর ম্যাচের অন্যতম নায়ক হামজা চৌধুরী পাড়ি জমিয়েছেন ইংল্যান্ডে।
জানা গেছে, বুধবার সকালে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ত্যাগ করেছেন হামজা চৌধুরী। ফিফা উইন্ডো শেষে দ্রুতই তাকে লেস্টার সিটিতে যোগ দিতে হবে।
অন্যদিকে সমিতের কানাডার লিগ এখন বিরতিতে থাকায় তিনি কয়েকদিন দেশে থাকবেন এবং আজই পরিবারের সঙ্গে সময় কাটাতে সিলেট গেছেন। আমেরিকান প্রবাসী জায়ান আহমেদ বৃহস্পতিবার বাবার সঙ্গে ঢাকা ছাড়বেন বলে জানা গেছে। সকালে স্থানীয় ফুটবলাররাও টিম হোটেল ছেড়েছেন।
এর আগে মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের সি-গ্রুপে নিজেদের পঞ্চম ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ দুই দশকের হতাশা দূর করে বাংলাদেশ। জয়ের নায়ক ফরোয়ার্ড শেখ মোরসালিন দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন।