নভেম্বর ২১, ২০২৫, ১২:৫১ পিএম
২ নভেম্বর থাইল্যান্ডে শুরু হওয়া মিস ইউনিভার্স ২০২৫–এর ৭৪তম আসরের খেতাব জিতলেন মেক্সিকোর প্রতিযোগী ফাতিমা বশ। প্রতিযোগিতার শুরুতেই তিনি সঞ্চালকের কটাক্ষের শিকার হলেও শেষ পর্যন্ত শীর্ষ প্রতিযোগী হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন।
বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা সেরা ৩০–এ জায়গা করে নিলেও, সেরা ১২–এ উঠতে পারলেন না।
ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয় ২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে। প্রতিযোগীরা বিভিন্ন পর্ব পেরিয়ে ফাইনালে উঠে আসেন। এইবার ফাইনালে প্রতিযোগিতা করেন পাঁচজন—মিস ইউনিভার্স থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা, মেক্সিকো এবং আইভরিকোস্ট। পরে বিচারকেরা প্রতিযোগীদের দুইটি করে প্রশ্ন করেন, এবং সেই উত্তরগুলোর ভিত্তিতেই চূড়ান্তভাবে নির্বাচিত হন মিস ইউনিভার্স ২০২৫।