ইভ্যালির নিলামের গাড়ি পরিদর্শনে আগ্রহী ক্রেতারা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২২, ০৭:৫৭ পিএম

ইভ্যালির নিলামের গাড়ি পরিদর্শনে আগ্রহী ক্রেতারা

সিন্দুক ভেঙে প্রত্যাশিত অর্থ না পাওয়ার পর পূর্ব ঘোষণা অনুযায়ী ইভ্যালির সাতটি গাড়ি নিলামে তোলা হয়েছে। এরমধ্যে রেঞ্জ রোভার থেকে শুরু করে টয়োটা এক্সিও গাড়ি রয়েছে। সবচেয়ে দামি গাড়িটির নিলাম মূল্য দেড় কোটি টাকার বেশি, সবচেয়ে কম দামিটির ৯ লাখ টাকা। শনিবার বারিধারায় ইভ্যালি নিয়ে হাইকোর্টের গঠিত কমিটির চেয়ারম্যান বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বাসভবনে নিলামে অংশগ্রহণকারীদের সুবিধার্থে গাড়ি প্রদর্শন করা হয়।

সরাসরি গাড়ি দেখতে ক্লিক করুন

গাড়ি নিয়ে অভিযোগ ক্রেতাদের

নিলামে তোলা গাড়িগুলো নিয়েও অভিযোগ করেছে দর্শনার্থীরা। প্রদর্শনকালে এক দর্শনার্থী বলেন, গাড়ি গুলো ভালো। সব পার্টস পাতিগুলো ঠিকঠাক আছে। ভিতরের কন্ডিশনও ভালো দেখছি। তবে দামটা একটু বেশিই ধরেছে। পুরান গাড়ি অনুযায়ী দাম আর একটু  কম হওয়ার দরকার ছিলো।

তবে অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেছে। এক দর্শনার্থী বলেন, মাত্র দেখতে আসলাম। দেখেতো ভালোই লাগছে। এখন ভিতরের কন্ডিশন দেখবো। আশা করছি একটা কিনতে পারবো।

নিলাম হবে ধানমন্ডির কার্যালয়ে

ইভ্যালি নিয়ে হাইকোর্টের গঠিত কমিটির চেয়ারম্যান বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক দ্য রিপোর্টকে বলেন, গাড়িগুলো এখানে প্রদর্শন করা হচ্ছে। তবে নেটওয়ার্কের বিভিন্ন সমস্যার কারনে ইভ্যালির ধানমন্ডির অফিসে এর নিলাম হবে। যে বেশি ডাক হাকবে সেই পাবে গাড়ি

Link copied!