ওয়াসা এমডির বেতন-ভাতার তথ্য দিতেই হবে: হাইকোর্ট

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১১, ২০২২, ০৩:২৯ পিএম

ওয়াসা এমডির বেতন-ভাতার তথ্য দিতেই হবে: হাইকোর্ট

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বেতন-ভাতার হিসাব জমা দেয়া নিয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ঢাকা ওয়াসার এমডির করা আপিলের প্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি বোরহান উদ্দিন এ আদেশ দেন। ফলে তাকসিমকে এখন তার বেতন ও বোনাসের বিবরণ আদালতে জমা দিতেই হবে।

ক্যাবের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে, গত ১৭ আগস্ট হাইকোর্ট ঢাকা ওয়াসার চেয়ারম্যানকে নির্দেশ দেন ৬০ দিনের মধ্যে তাকসিম এ খানকে দেওয়া মোট বেতন, বোনাস, ভ্রমণ ভাতা ও দৈনিক ভাতাসহ সমস্ত বিবরণ প্রতিবেদন আকারে জমা দিতে।

তাকসিম এ খানের ঢাকা ওয়াসের এমডি ও সিইও পদ ধরে রাখা এবং মাসে বেতন হিসেবে ৬ লাখ ২৫ হাজার টাকা নেওয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন হাইকোর্ট।

Link copied!