কাঁথা সেলাই করে প্রধানমন্ত্রীকে উপহার দিলেন চট্টগ্রামের রহিমা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৬, ২০২২, ১০:১২ পিএম

কাঁথা সেলাই করে প্রধানমন্ত্রীকে উপহার দিলেন চট্টগ্রামের রহিমা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের বানানো দুটি নকশি কাঁথা উপহার দিয়েছেন চট্টগ্রামের আনোয়ারায় আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া রহিমা আক্তার। আজ চট্টগ্রামের আনোয়ারার বারখাইন ইউনিয়নের হাজিগাঁওয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে এই উপহার দেন রহিমা।

মঙ্গলবার সকালে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় সারাদেশে ঈদের উপহার হিসেবে প্রায় ৩৩ হাজার পরিবারকে ঘর তুলে দেওয়ার প্রাক্কালে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রহিমা আক্তার বলেন, “আপনার দেওয়া ঘরে বসবাস করে দুইটা কাঁথা সেলাই করেছি। আপনাকে অবশ্যই অবশ্যই এই কাঁথাগুলো নিতে হবে। আমার কাছে মূল্যবান আর কিছু দেওয়ার নাই। এই দুটি কাঁথা সেলাই করেছি। আপনি আমার কাছ থেকে নেবেন।’ এই সময় প্রধানমন্ত্রী বলেন, ‘অবশ্যই।’

তিনি আরও বলেন, “আপনার দোয়ায় আমরা ৪০ জন একসঙ্গে ঘর পাইসি। তাদের বাচ্চাদের আমি আরবি পড়াই। আমার মেয়ে বাংলা, অংক, ইংরেজি শেখায়। সব মিলিয়ে আমাদের ১০-১৫ হাজার টাকা আয় হয়। এই আয় থেকে আমি ফ্রিজ কিনেছি, প্রতিদিন যাতে আপনাকে দেখতে পারি সে জন্য একটা টিভি নিয়েছি। এখন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনার দেওয়া ঘরে বসে দুইটা কাঁথা সেলাই করসি।”

আশ্রয়ন প্রকল্প-২ প্রকল্পের আওতায় ঈদ-উল-ফিতরের আগে উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাদের কাছে সরকারি খরচে বাড়ি হস্তান্তর করেন। ৩২ হাজার ৯০৪টি গৃহহীন ও ভূমিহীন  প্রত্যেক পরিবার দুই শতক জমিতে  টিনশেড আধা-পাকা ঘর পেয়েছেন।

Link copied!