পরাশক্তির প্রেসক্রিপশনে দেশে নির্বাচন হবে না : নানক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২২, ২০২৩, ১১:৩৪ পিএম

পরাশক্তির প্রেসক্রিপশনে দেশে নির্বাচন হবে না : নানক

কোনো পরাশক্তির প্রেসক্রিপশনে দেশে নির্বাচন হবে না জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। শেখ হাসিনার সরকার তার রুটিন দায়িত্ব পালন করবে। আজকের বাংলাদেশকে কোনো মোড়ল দেশ চোখ রাঙানি দেওয়ার সাহস করে না।’

শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ‘শৈশব মেলা মেধা বিকাশ বৃত্তি প্রদান-২০২২’, শৈশব মেলা আন্তস্কুল ২১শে ফেব্রুয়ারি চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২২ এবং ফলাফল প্রকাশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের স্বপ্ন যারা ধ্বংস করে দিতে চায়, তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে।

আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, জাতীয় নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে এবং জনগণ তাদের রায় দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবে। সেই নির্বাচনে জনগণ নিশ্চয়ই আমাদের নেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে তিনি বলেন, এই যে পদযাত্রা করেন? বিএনপি ঘন ঘন সমাবেশ করে। আর হুমকি-ধমকি দিচ্ছেন। আপনার কাছে প্রশ্ন, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো লন্ডনে থাকেন? বিশাল বৈভবের বিলাসী জীবনযাপন করেন। এত অর্থ কোথা থেকে আসে? কী কাজ করে? এই যে আপনাদের পদযাত্রা? এত সমাবেশ করেন? বিভাগীয় মিটিং করেন, সেই টাকার উৎস কোথায় থেকে আসে? দেশের মানুষ জানতে চায়? লন্ডনে তারেক রহমান কী কাজ করে? কোথা থেকে এত টাকার বিলাসী জীবনযাপন করে? এটা দেশের মানুষের জানার অধিকার রয়েছে?

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কিবরিয়া অপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর শেখ মোহাম্মদ খোকন, সলিমুল্লা সলু, আসিফ আহমেদসহ আরও অনেকে।

Link copied!