বর্তমান সরকারের সময়ে দেশ এখন নষ্ট সময় পার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সাবেক এমপি আব্দুল মান্নান তার জীবদ্দশায় কবি জীবনানন্দ দাশের 'রূপসী বাংলা' কাব্য গ্রন্থটির ইংরেজি অনুবাদ করেন। ২০২০ সালের ৪ আগস্ট আব্দুল মান্নান মারা যান।
দেশে এখন ভয়াবহ ফ্যাসিবাদের আগ্রাসন চলছে উল্লেখ করে অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, 'এখন খুব দুঃসময়। এই দুঃসময়ে আমাদের সৃষ্টিশীলতা ধ্বংস হচ্ছে, আমাদের সৃজনশীলতা ধ্বংস হচ্ছে, আমাদের সমস্ত মুক্তচিন্তাকে আবদ্ধ করা হচ্ছে। আমরা কথা বলতে পারি না, আমরা লিখতে পারি না। এককথায় কবিতা-কাব্য, সুকুমারবৃত্তি, শিল্প সবকিছু নির্বাসিত হতে চলেছে।'
তিনি বলেন, 'এই যে একটা ভয়াবহ পরিস্থিতি, একটা ভয়াবহ ফ্যাসিবাদের আগ্রাসন সমগ্র জাতির ওপরে। একটা নষ্ট সময় আমরা অতিক্রম করছি।'
ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক কাজলের বিচার শুরুর প্রসঙ্গ টেনে বিএনপির এই অন্যতম শীর্ষ নেতা বলেন, আজকের পত্রিকায় দেখলাম যে, ফটো সাংবাদিক কাজল, তার বিরুদ্ধে তিনটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলার বিচার শুরু হয়েছে। ভালো ছবি, সত্য ঘটনার ছবি তুললে তাকেও পাঠিয়ে দেওয়া হয় কারাগারে।'
মির্জা ফখরুল বলেন, 'আজকে সমস্ত পৃথিবী জুড়ে দেখবেন কেমন একটা অস্থিরতা এবং ভালো জিনিসগুলো তিরোহিত হয়ে যাচ্ছে, অন্যায়-অসুন্দর সব কিছু যেন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, শিক্ষাবিদ অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ড. মাহমুদ শাহ কোরেশি, নজরুল ইনস্টিটিউটের সাবেক পরিচালন কবি আবদুল হাই সিকদার, প্রয়াত লেখক আব্দুল হান্নানের মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নান।