‘মোমেনের মন্ত্রিত্ব চলে যাবে নাকি থাকবে সে এখতিয়ার কেবল প্রধানমন্ত্রীর’

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২২, ০৭:২৯ পিএম

‘মোমেনের মন্ত্রিত্ব চলে যাবে নাকি থাকবে সে এখতিয়ার কেবল প্রধানমন্ত্রীর’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের মন্ত্রিত্ব চলে যাবে নাকি থাকবে সে এখতিয়ার কেবল প্রধানমন্ত্রীর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার(৭ সেপ্টেম্বর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাসউদুল হক।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কিছু বক্তব্যে সরকার ও আওয়ামী লীগে অস্বস্তি তৈরি হয়েছে। সবচেয়ে বেশি সমালোচনা হয় চট্টগ্রামে জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে তার দেওয়া বক্তব্যকে ঘিরে।

ওই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, “শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে যা যা করার দরকার, সেটা করার জন্য তিনি ভারতকে অনুরোধ করেছেন।”

ড. এ কে আব্দুল মোমেনের এমন বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় হাইকমান্ড ও সরকার বিব্রত বোধ করে। এ ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর মন্ত্রীত্ব থাকা-না থাকা নিয়ে নানা প্রশ্নের জন্ম দেয়। সবশেষ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সফরে যাওয়াদের তালিকা থেকে শেষ মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রীর নাম বাদ পড়ে যাওয়ার ঘটনায় মন্ত্রিপরিষদে তার থাকা নিয়ে সন্দেহ আরও বাড়তে থাকে।

দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের বেশিরভাগ নেতা পররাষ্ট্রমন্ত্রীর ওপর ক্ষুব্ধ। এমন পরিস্থিতিতে তার মন্ত্রিত্ব থাকবে না চলে যাবে এ নিয়ে প্রশ্ন করা হয় দলটির সাধারণ সম্পাদকের কাছে।

এর জবাবে ওবায়দুল কাদের ব‌লেন, “পররাষ্ট্রমন্ত্রী সব সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন এমন কোনো কথা নেই। ন‌রেন্দ্র মো‌দি এসেছেন, তখন কি (তা‌দের) পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে ছি‌লেন? পররাষ্ট্রমন্ত্রীও তো মানুষ। একজন মানুষ অসুস্থ হ‌তে পা‌রেন। তার বাসা থে‌কে শুনেছি, তি‌নি কিছুটা অসুস্থ। এটা হ‌তেই পা‌রে।”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, “কিছুদিন আগে কথাবার্তা বলায় তার (মোমেন) হয়‌তো একটা স্লিপ হ‌য়ে‌ছে, এজন্য তার মন্ত্রিত্ব চ‌লে যা‌বে কি না- এ এখতিয়ার তো আমার নেই। এ এখতিয়ার প্রধানমন্ত্রীর, তি‌নি চাইলে বাদ দি‌তে পা‌রেন।”

এ বিষ‌য়ে অন্য কারো কিছু বলার নেই উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, “বললে সেটা হবে অতি কথন।”

Link copied!