সিন্ডিকেট রোধে চামড়া রপ্তানির অনুমতি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১০, ২০২১, ০৬:৩৬ পিএম

সিন্ডিকেট রোধে চামড়া রপ্তানির অনুমতি

নানা অজুহাতে কাঁচা চামড়ার দাম কমতে থাকায় এবার  প্রথমবারের মতো সরকার পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ কোটি বর্গফুট ওয়েট-ব্লু চামড়া রফতানি করার অনুমতি দিয়েছে। প্রত্যেকটি প্রতিষ্ঠান ২০ লাখ বর্গফুট ওয়েট-ব্লু চামড়া রফতানি করবে। শনিবার (১০ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের (রফতানি-১ অধিশাখা) আমদানি ও রফতানি নিয়ন্ত্রক দফতরের প্রধান নিয়ন্ত্রককে দেওয়া এক চিঠিতে ওয়েট-ব্লু চামড়া রফতানির অনুমতি দেওয়া হয়।

৩০ বছর পর রপ্তানির অনুমতি

চামড়াজাত পণ্যের বহুমুখীকরণ ও মূল্যসংযোজন করে প্রক্রিয়াজাত চামড়া রপ্তানি বাড়াতে ১৯৯০ সালে ওয়েট ব্লু চামড়া রপ্তানি বন্ধ করে দেয় সরকার। সীমিত পরিসরে ওয়েট ব্লু রপ্তানির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ট্যানারি মালিকরা। ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ জানান, দেশে বর্তমানে বছরে চামড়ার চাহিদা ২৫ কোটি বর্গফুট। চাহিদার বড় অংশই আসে কোরবানির পশু থেকে। ব্যাপকভাবে চামড়া রপ্তানি হলে দেশের চামড়াশিল্প ক্ষতিগ্রস্ত হবে। বেকার হবে ট্যানারি শ্রমিকরা। 

অনুমতি পাওয়া পাঁচটি প্রতিষ্ঠান হলো এএসকে ইনভেস্টমেন্ট, মেসার্স কাদের লেদার কমপ্লেক্স, আমিন ট্যানারি লিমিটেড, লেদার ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ লি. (ইউনিট-২) এবং কালাম ব্রাদারস। 

মান সম্পন্ন চামড়া রপ্তানিযোগ্য

সূত্র জানায়, পাঁচ প্রতিষ্ঠানকে যে সব শর্তে ওয়েট-ব্লু চামড়া রফতানির অনুমতি দেওয়া হয়েছে সেগুলো হলো রফতানি নীতি ২০১৮-২১ অনুসরণ করতে হবে। এই অনুমতি শুধুমাত্র রফতানির অনুমতিপ্রাপ্ত ওয়েট ব্লু চামড়ার নির্ধারিত পরিমাণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পরবর্তী রফতানিসমূহের জন্য পুনরায় আবেদন করতে হবে। মানসম্মত ওয়েট চামড়া রফতানি করতে হবে।

এ ছাড়াও শর্তের মধ্যে রয়েছে রফতানি অনুমতির মেয়াদ ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। জাহাজীকরণ শেষে রফতানি সংশ্লিষ্ট সকল কাগজ-পত্রাদি এ শাখায় দাখিল করতে হবে। যে দেশে রফতানির জন্য অনুমতি প্রদান করা হবে সে দেশেই রফতানি করতে হবে। সরকার প্রয়োজনে যে কোনো সময় ওয়েট-ব্লু চামড়া রফতানি নিষিদ্ধ করতে পারবে।

ব্লু ওয়েট কি ?

মূলত কাঁচা চামড়া নিয়ে সেখান থেকে অতিরিক্ত মাংস ও চর্বি ছাটাই করে তারপর রাসায়নিক পদার্থ দিয়ে সেগুলো প্রক্রিয়াজত করা হয়। এর ফলে চামড়াটি দ্রুত পচনের হাত থেকে রক্ষা পায়। এটাই ব্লু ওয়েট বলে পরিচিত। এরপর স্প্লিট ও ক্রাসড করারর পর চূড়ান্ত প্রক্রিয়া করে চামড়াজাত পণ্যের জন্য প্রস্তুত করা হয়। 

Link copied!