‘ইসরায়েলি প্রতিষ্ঠান’ দাবি করে কক্সবাজার ও সিলেটে কেএফসি, পিৎজা হাট, বাটার শোরুমে ভাঙচুর

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৭, ২০২৫, ০৫:১৫ পিএম

‘ইসরায়েলি প্রতিষ্ঠান’ দাবি করে কক্সবাজার ও সিলেটে কেএফসি, পিৎজা হাট, বাটার শোরুমে ভাঙচুর

ছবি: সংগৃহীত

‘ইসরায়েলি প্রতিষ্ঠান’ দাবি করে কক্সবাজার শহরে এক বিক্ষোভ মিছিল থেকে কেএফসি, পিৎজা হাটসহ কয়েকটি দোকানের সাইনবোর্ড লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে। সোমবার, ০৭ এপ্রিল কক্সবাজার সদরের কলাতলী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। খবর বিবিসি বাংলা।

এদিকে সিলেট নগরের মিরবক্সটুলায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্ট ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এসময় রেস্টুরেন্টের ভিতরে থাকা ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়। এ ঘটনার পর রেস্টুরেন্টটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ ঘটনার পর রেস্টুরেন্টটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আজ বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এছাড়া আরেকদল বিক্ষুব্ধ জনতা নগরীর দরগাগেট এলাকায় জুতার কোম্পানি বাটার শোরুমে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর ইন্ডিপেন্ডেন্ট টিভি।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সারা দেশের মতো কক্সবাজারেও বিক্ষোভ সমাবেশ হয়। সকাল সাড়ে ১১টায় বিভিন্ন পেশার মানুষ মিছিল নিয়ে প্রথমে পাবলিক লাইব্রেরির দৌলত ময়দানে জড়ো হয়।

পরে সেখান থেকে কলাতলী মোড়ে যাওয়ার পথে কেএসসি ও পিৎজা হাট ব্রাঞ্চটি সামনে পড়ে। এসব ইসরায়েলি পণ্য দাবি করে বিক্ষোভ মিছিল থেকে ওই সব দোকানের সাইনবোর্ড লক্ষ্য করে ঢিল ছোড়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কয়েকশ মানুষ জড়ো হয়ে ভবনটির দোতলা ও তিন তলায় কেএফসি, পিৎজা হাট দোকানকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ছে। এতে দোকানের কাঁচ ভেঙে যেতে দেখা যায়।

তবে কক্সবাজার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান টেলিফোনে জানিয়েছেন, ঘটনাস্থলে কোনো ভাঙচুর হয়নি। উত্তেজিত জনতা শুধুমাত্র কেএফসি, পিৎজা হাট, কোক, পেপসির লোগো দেখে ঢিল ছুড়েছে।

কোনো দোকানের ভেতরে কেউ প্রবেশ করতে পারেনি বলেও তিনি নিশ্চিত করেছেন। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি ক্ষুব্ধ জনতা আশেপাশের কয়েকটি রেস্তোরাঁতেও ভাঙচুর চালিয়েছে।

এদিকে সিলেটে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, কেএফসিতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

 

Link copied!