এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডার ১৪২১ টাকা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৪, ০৬:৫৬ পিএম

এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডার ১৪২১ টাকা

সংগৃহীত ছবি

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১১৪ টাকা ৭৯ পয়সা থেকে বাড়িয়ে ১১৮ টাকা ৪৪ পয়সা করা হয়েছে। সেপ্টেম্বরের শুরুতে প্রতিকেজিতে ৩ টাকা ৬৫ পয়সা বাড়ানো হলো।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ৪৪ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে।

একজন খুচরা গ্রাহককে ১২ কেজির সিলিন্ডারের জন্য এখন ১৩৭৭ টাকার পরিবর্তে (ভ্যাটসহ) ১ হাজার ৪২১ টাকা খরচ করতে হবে।

সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকায় বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানায়, অন্যান্য আকারের এলপিজি সিলিন্ডারের দাম সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত একই হারে দাম বাড়বে।

আজ (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।

বিইআরসির কর্মকর্তারা জানান, বাংলাদেশি এলপিজি অপারেটররা সাধারণত সৌদি সিপির ভিত্তিতে মধ্যপ্রাচ্যের বাজার থেকে তাদের পণ্য আমদানি করায় স্থানীয় বাজারে এলপিজির দাম কিছুটা বেড়েছে।

বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী, ‍‍`অটো গ্যাস‍‍` (মোটরযানে ব্যবহৃত এলপিজি) এর দাম আগের ৬৩ টাকা ২১ পয়সা থেকে বাড়িয়ে ৬৫ টাকা ২৬ পয়সা (ভ্যাটসহ) করা হয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন এলপি গ্যাস কোম্পানির বাজারজাত এলপিজির দাম বাড়বে না কারণ এটি স্থানীয়ভাবে ৫ শতাংশের কম বাজার শেয়ার নিয়ে উৎপাদিত হয়।

গত বছরের ফেব্রুয়ারিতে স্থানীয় বাজারে ১২ কেজি সিলিন্ডার এলপিজির সর্বোচ্চ দাম ছিল ১ হাজার ৪৯৮ টাকা।

Link copied!