সিঙ্গাপুরের শীর্ষ ধনী আজিজ খান ছাড়লেন দেশের নাগরিকত্ব

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৬, ২০২৪, ০৮:৩৪ পিএম

সিঙ্গাপুরের শীর্ষ ধনী আজিজ খান ছাড়লেন দেশের নাগরিকত্ব

দেশের আলোচিত এক ব্যবসায়ী হলেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। বিদ্যুৎখাতে ব্যবসা করে গত দুই দশকে ফুলেফেঁপে উঠেছেন তিনি।

নানা কারণে এর আগে বারবার আলোচনায় এসেছে এই ব্যবসায়ীর নাম। কখনো তাকে নিয়ে আলোচনা হয়েছে বিদ্যুতে উচ্চমূল্যের ক্যাপাসিটি চার্জ নিয়ে। কখনো আলোচনায় এসেছেন, শেয়ার বাজারে সামিট গ্রুপের একাধিক কোম্পানি তালিকাভুক্ত করে হাজার কোটি টাকা তুলে নেয়ার কারণে।

আবার গত কয়েকবছর নিয়ে তাকে নিয়ে আলোচনার কারণ হলো, তিনি সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের একজন। বাংলাদেশি একজন ব্যবসায়ী কীভাবে সিঙ্গাপুরের মতো একটি দেশে বিলিয়ন ডলারের সম্পদের মালিক হলেন- তা নিয়ে চর্চা চলছেই।

এরি মধ্যে খবর এলো যে, বাংলাদেশের নাগরিকত্ব একেবারে পাকাপোক্তভাবে ত্যাগ করেছেন আজিজ খান। তিনি স্থায়ীভাবে নিয়েছেন সিঙ্গাপুরের নাগরিকত্ব।

এর আগে আরেক আলোচিত ব্যবসায়ী এস আলমও বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে সিঙ্গাপুরের নাগরিকত্ব নিয়েছিলেন বলে খবর বের হয়। এবার আজিজ খানের খবর সামনে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, শীর্ষ ব্যবসায়ীরা দেশের ভেতরে ব্যবসা করে অর্থ সম্পদ বাগিয়ে কি বিদেশের মাটিতে স্থায়ী হচ্ছেন? এমনকি দেশের নাগরিকত্বও বিসর্জন দিচ্ছেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, মুহাম্মদ আজিজ খান দীর্ঘদিন ধরেই পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে সিঙ্গাপুরে বসবাস করেছেন। তবে এতোদিন তিনি ছিলেন বাংলাদেশের নাগরিক।

সম্প্রতি আজিজ খান সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেন। আর এ কারণেই তাকে ছাড়তে হয় বাংলাদেশের নাগরিকত্ব। কারণ, সিঙ্গাপুরের আইন অনুযায়ী, সে দেশে দ্বৈত নাগরিকত্বের কোনো সুযোগ নেই।

১৯৯৭ সালে সামিট পাওয়ার প্রতিষ্ঠা করেন আজিজ খান। এরপর একে একে বিস্তৃত হতে থাকে তার ব্যবসা। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামী লীগ সরকার ক্ষমতার আসার পর তরতর করে বাড়তে সামিটের ব্যবসা। এরই ফাঁকে মুল কোম্পানিকে সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল নাম দিয়ে সিঙ্গাপুরে তালিকাভুক্ত করেন আজিজ খান।

কোম্পানিটির ওয়েবসাইটের তথ্যানুসারে, বাংলাদেশের মোট বিদ্যুতের ৭ শতাংশ একাই সরবরাহ করে সামিট পাওয়ার। আর বেসরকারি খাতের মধ্যে ১৭ শতাংশই করে কোম্পানিটি।  

অর্থ সম্পদে সামিটের পাওয়ারের মালিক এতোটাই ফুলেফেঁপে ওঠেন যে, গত সাত ধরে সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় অবস্থান ধরে রেখেছেন আজিজ খান।

মার্কিন সাময়িকী ফোর্বসের করা তালিকায় সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনকুবেরের তালিকায় তিনি প্রথম জায়গা করে নেন ২০১৮ সালে। ২০২২ সাল থেকে তিনি ফোর্বসের বৈশ্বিক বিলিয়নেয়ার তালিকায়ও রয়েছেন। তাকে উল্লেখ করা হয়েছে সিঙ্গাপুরের স্থায়ী নিবাসী হিসেবেও।

আরও পড়ুন: সচিবালয়ের আগুন দুর্ঘটনা নাকি নাশকতা?

সম্প্রতি ফোর্বস প্রকাশিত সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় আজিজ খানকে সেই দেশের নাগরিক হিসেবেই পরিচয় দেয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আজিজ খান বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করায় ফোর্বসের হালনাগাদ তালিকায় এ বিষয়ক তথ্য পরিবর্তন করা হয়েছে।

আজিজ খানের আগে কোনো বাংলাদেশি এই তালিকায় ঢুকতে পারেননি। আজিজ খানই হলেন শীর্ষ ধনকুবেরের তালিকায় বাংলাদেশের প্রথম ব্যবসায়ী।

Link copied!