কুয়েটে সব রাজনৈতিক কর্মকান্ড বন্ধ, পদত্যাগ করছেন না ভিসি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৪:২২ পিএম

কুয়েটে সব রাজনৈতিক কর্মকান্ড বন্ধ, পদত্যাগ করছেন না ভিসি

ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েটে) একাডে‌মিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থ‌গিত করা হয়েছে। বুধবার, ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরু‌রি সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় শিক্ষার্থীদের পক্ষ থেকে করা উপচার্যের পদত্যাগের দাবিটি নাকচ হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সিন্ডিকেট সভায় ছাত্রদের সব দাবি নিয়েই আলোচনা হয়। সভায় ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হলেও ভিসিসহ কয়েকজনের পদত্যাগের দাবিটি নাকো হয়।”

তিনি আরও বলেন, “সভায় ক্যাম্পাসে সবধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোরতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলে তাকে বহিষ্কার চাকুরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

সিন্ডিকেট সভায় গত ১৮ ফেব্রুয়ারির হামলায় জড়িতদের বহিষ্কার, বহিরাগতের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসা খরচসহ শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। হামলায় প্রকৃত জড়িতদের শনাক্তে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ।

কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে ঘিরে মঙ্গলবার দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত অর্ধশত শিক্ষার্থী। তাদের অধিকাংশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েট মেডিকেল সেন্টারসহ আশপাশের বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে ছাত্ররা সংবাদ সম্মেলন করে উপাচার্যের পদত্যাগসহ ৫ দফা দাবি জানায়। পাশাপাশি দাবি মানা না হলে বুধবার দুপুর থেকে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন। এর ধারাবাহিকতায় বুধবার দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেন।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন কুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। অবরুদ্ধ অবস্থাতেই তিনি অনলাইনে সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন।

Link copied!