ঢাবিতে কোটা পদ্ধতি বাতিলের দাবি, মানববন্ধনে শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জুন ৫, ২০২৪, ১১:০৭ পিএম

ঢাবিতে কোটা পদ্ধতি বাতিলের দাবি, মানববন্ধনে শিক্ষার্থীরা

বুধবার রাতে কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

কোটা পদ্ধতি বাতিলের দাবিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মানববন্ধন শুরু হয়। পরে ডাকসু ভবন, কলা ভবন হয়ে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয়।

কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মানববন্ধন শুরু করেন শিক্ষার্থীরা। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

এ সময় হাইকোর্টের কোটা পুনর্বহালের রায়কে প্রত্যাখ্যান করার বক্তব্য দেয় শিক্ষার্থীরা। সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম বলেন, “২০১৮ সালের আন্দোলনের প্রক্ষিতে সরকার কোটা পদ্ধতি বাতিল করেছে। কিন্তু ৬ বছর পরে এসে হাইকোর্ট শিক্ষার্থীদের সঙ্গে পরমর্শ না করেই কোটা পদ্ধতি পুনর্বহাল করেছে। যা সম্পূর্ণ অযোক্তিক। আমরা এটা প্রত্যাখ্যান করছি। এটা যদি হাইকোর্ট বহাল রাখে ও সরকার যদি বাস্তবায়ন করে, তবে আমরা দীর্ঘ মেয়াদে আন্দোলনে যাবো।”

কোটা বাতিলের দাবিতে শ্লোগান দিতে থাকেন ঢাবি শিক্ষার্থীরা। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বক্তব্য শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পরবর্তী কর্মসূচি আগামীকাল বৃহস্পতিবার বিকেল চারটায় রাজু ভাস্কর্যের পাদদেশে কর্মসূচি ঘোষণা করে সমাপ্ত ঘোষণা করা হয়।

আরও পড়ুন: সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা বহাল: হাইকোর্ট

একই দিন দুপুরে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা বাতিলে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় ঘোষণা করেন হাইকোর্ট।

Link copied!