ঢাবিতে মির্জা ফখরুলের কুশপুত্তলিকা পোড়ালো ছাত্রলীগ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১২, ২০২৩, ১২:১৪ এএম

ঢাবিতে মির্জা ফখরুলের কুশপুত্তলিকা পোড়ালো ছাত্রলীগ

সংগৃহীত ছবি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিনকে নিয়ে ‘নারী বিদ্বেষী, শালীনতা বহির্ভূত’ বক্তব্যের অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কুশপুত্তলিকা পুড়িয়েছে ছাত্রলীগ। এ সময় মির্জা ফখরুলকে সংবাদ সম্মেলন ডেকে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান তারা।

মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। 

তবে কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা ছাত্রলীগে নিজেদের সাংগঠনিক পরিচয়ে বক্তব্য দিয়েছেন। এতে ঢাবির নারী হল, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা কলেজ, হোম ইকনোমিকসসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিনের নিয়োগ নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। 

বিএনপি মহাসচিব বলেন, ‘ডেঙ্গু সমস্ত বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। সিটি কর্পোরেশন কী করে? কলকাতা তো ডেঙ্গু নিয়ন্ত্রণ করে ফেলেছে।...তারপর শুনলাম বিদেশ থেকে ছেলে-মেয়েদের নিয়ে এসে সিটি কর্পোরেশনে চাকরি দেয়, হিট অফিসার। এখন আমরা যে হিটেড হয়ে গেলাম, আমরা এখন ডেঙ্গু-চিকনগুনিয়া-করোনাভাইরাস এসবে আক্রান্ত হয়ে কোনো স্বাস্থ্যসেবা না পেয়ে যে ‍‍`হিটেড-বুটেড‍‍` হয়ে যাচ্ছি, এখান থেকে আমাদের বের হতে হবে।’

প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের মেয়ে।

মির্জা ফখরুলের ওই বক্তব্যের প্রতিবাদে তার কুশপুত্তলিকা পোড়ায় ছাত্রলীগের রাজধানীর বিভিন্ন ইউনিটের নারী নেতৃবৃন্দ। 

ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি কোহিনূর আক্তার রাখী বলেন, ‘মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন এটা শুধু কুরুচিপূর্ণই নয়, তার চিন্তাভাবনা যে কত নিচু মনের; তাদের রাজনৈতিক দলের যে দৈন্যদশা, তারা নারীদের কতটা ছোট করে দেখে তার প্রতিফলন ওই বক্তব্যে তিনি দেখিয়েছেন। আমরা তাকে বলে দিতে চাই, তিনি যেন সকল নারী সমাজের কাছে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করেন।’

তিনি আরও বলেন, দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের নারী ফুটবলাররা সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে, সেই জায়গায় মির্জা ফখরুল কীভাবে এমন মন্তব্য করেন আমাদের চিন্তাভাবনায় আসে না। তাকে বলতে চাই, তিনি যেন আরও সাবধান হয়ে কথা বলেন।

ঢাবির কুয়েত-মৈত্রী হল ছাত্রলীগের সভাপতি রাজিয়া সুলতানা বলেন, ‘মির্জা ফখরুল একজন বয়স্ক লোক হয়ে তার মেয়ের বয়সী একজনকে নিয়ে কীভাবে এমন মন্তব্য করতে পারেন। একটা গুরুত্বপূর্ণ পদে থেকে সবসময় সবকিছু বলা যায় না। আপনাকে সেটা বুঝতে হবে। আপনি নারী সমাজের কাছে ক্ষমা চাইবেন। তা না হলে আমাদের প্রতিবাদ চলবে।’

গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকলিমা আক্তার প্রভাতী বলেন, মির্জা ফখরুলরা কখনও নারীর অগ্রযাত্রায় বিশ্বাস করে না। লুটতরাজ, জঙ্গিবাদ ও উগ্রবাদী নারী বিদ্বেষের কারণে বহু আগেই এদেশের নারী সমাজ বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। আগামী জাতীয় নির্বাচনেও নারী সমাজ তাদের বয়কট করবে।

এ সময় ইডেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবীবা আক্তার সাইমুনসহ ঢাবির বিভিন্ন হল ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!