জুলাই অভ্যুত্থানে হামলার অভিযোগ

দুই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ৪০০’র বেশি শিক্ষার্থী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৮, ২০২৫, ০৬:৫৩ পিএম

দুই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ৪০০’র বেশি শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

গত বছর জুলাই মাসে ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় অন্তত ৪১৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, জুলাই গণ-অভ্যুত্থানে হামলার ঘটনায় ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এই বহিষ্কার কার্যকর করা হয়।

তদন্ত কমিটির প্রতিবেদনে দেখা গেছে, এ শিক্ষার্থীরা আন্দোলনকারীদের ওপর হামলায় সরাসরি জড়িত ছিলেন এবং তাদের অধিকাংশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর চালানো হামলার সঙ্গে ১২৮ জন শিক্ষার্থী জড়িত ছিলেন।

তবে এই ১২৮ জনের মধ্যে দুজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও ছিলেন।

জাহাঙ্গীরনগর থেকে বহিষ্কার ২৮৯ জন

অন্যদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার ঘটনায় ২৮৯ জন ছাত্রলীগ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ৯ জন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান জানান, হামলায় জড়িত শিক্ষার্থীদের মধ্যে যাদের ছাত্রত্ব শেষ, তাদের সনদ স্থগিত করা হবে। যাদের পরীক্ষা ও ভাইভা সম্পন্ন হয়েছে, তাদের ফলাফল স্থগিত রাখা হবে এবং নিয়মিত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হবে।

এছাড়া, আন্দোলন চলাকালে ছাত্রলীগ ও পুলিশের হামলায় জড়িত থাকার অভিযোগে আরও ১০ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত চলছে। তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ সংগ্রহের জন্য অনুষদভিত্তিক ছয়টি স্ট্রাকচারাল কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

Link copied!