বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমাল আঘাত করেছে বাংলাদেশের উপকূলে।
রোববার (২৬ মে) রাত আটটার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলার দক্ষিণ–পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করেছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আরও উত্তর দিকে সরে এক থেকে দুই ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের উপপরিচালক মো. শামীম আহসান আজ রাত সোয়া আটটার দিকে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের প্রতিটি জেলায় ঝোড়ো হাওয়াসহ ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে।
আবহাওয়াবিদ শামীম আহসান জানান, ঘূর্ণিঝড়টির আকার প্রায় ৪০০ কিলোমিটার। এর অগ্রভাগ আজ সন্ধ্যা ছয়টার দিকেই খুলনা উপকূলের কাছে সুন্দরবনের দিকে প্রবেশ করে। এর প্রভাবে উপকূলে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর প্রভাবে জোয়ারের পানিতে তলিয়ে শরিফুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় আঘাত হানার আগে ফুফু ও বোনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে গিয়ে ভেসে যান শরিফুল। পরে স্থানীয়দের সহায়তায় প্রায় একঘণ্টা পর ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
রোববার (২৬ মে) দুপুরে কলাপাড়ার ধূলাসর ইউনিয়নের কাউয়ার চর এলাকায় সাগরের পানিতে ভেসে যান শরিফুল। তিনি কলাপাড়ার অনন্তপাড়া এলাকার বাসিন্দা।