ঘূর্ণিঝড় ‘রেমাল’

ক্ষয়ক্ষতি ১৯ জেলায়, ৭ জেলায় ১৬ জনের প্রাণহানি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৮, ২০২৪, ১১:৪৪ এএম

ক্ষয়ক্ষতি ১৯ জেলায়, ৭ জেলায় ১৬ জনের প্রাণহানি

ছবি: সংগৃহীত

প্রায় ৭ ঘণ্টাব্যাপী ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশের উপকূলবর্তী ১৯ জেলায় ৩৫ হাজার ৪৮৩টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আংশিকভাবে বিধ্বস্ত হয়ে প্রায় ১ লাখ ১৪ হাজার ৯৯২টি ঘরবাড়ি। এছাড়া দেশের ৭ জেলায় ১৬ জনের প্রাণহানির খবর এসেছে।

ক্ষয়ক্ষতির শিকার হওয়া জেলাগুলো হলো- সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর ও যশোর।

এদিকে সোমবার (২৭ মে) সকাল পর্যন্ত রাজধানীসহ ৭ জেলায় অন্তত ১৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকায় ৪, ভোলায় ৩, বরিশালে ৩, পটুয়াখালীতে ২, খুলনা, সাতক্ষীরা, চট্টগ্রাম ও কুমিল্লায় একজন করে মোট ১২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: দেশব্যাপী প্রায় অর্ধেক টেলিযোগাযোগ সেবা ব্যাহত

সরকারি হিসাব অনুযায়ী ১৯ জেলার ১০৭ উপজেলায় সাড়ে ৩৭ লাখ স্থানীয় বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। পৌনে ৩ কোটি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা। নিষ্ক্রিয় হয়ে গেছে ১৫ হাজার মোবাইল টাওয়ার।

ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানীতে গতকাল সোমবার সন্ধ্যা থেকে বৃষ্টি হয়েছে। সোমবার রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টার মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৃথক ঘটনায় নারীসহ চারজনের প্রাণহানির ঘটনা ঘটে।

আরও পড়ুন: ঢাকায় বৃষ্টি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু চারজনের

যাদের প্রাণহানি হয়েছে তারা হলেন- খিলগাঁও-রিয়াজবাগ এলাকার রিকশার গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া রাকিব (২৫), খিলগাঁও-সিপাহীবাগে রাস্তায় জমে থাকা পানির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া মরিয়ম বেগম (৪৫), যাত্রাবাড়ীতে টিনের প্রাচীর স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া লিজা আক্তার (১৬) ও অন্যজন বাড্ডার বাসিন্দা। তার নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

Link copied!