ঢাকায় বৃষ্টি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু চারজনের

জাতীয় ডেস্ক

মে ২৮, ২০২৪, ০৯:৪৩ এএম

ঢাকায় বৃষ্টি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু চারজনের

প্রতীকী ছবি

ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর প্রভাবে রাজধানীতে গতকাল সোমবার বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে ঢাকায় যত্রতত্র পড়ে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে অন্তত চারজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এদিন রাত আটটা থেকে সাড়ে নয়টার মধ্যে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রাণ হারিয়েছেন যারা- খিলগাঁও-রিয়াজবাগ এলাকার রিকশার গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া রাকিব (২৫), খিলগাঁও-সিপাহীবাগে রাস্তায় জমে থাকা পানির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া মরিয়ম বেগম (৪৫), যাত্রাবাড়ীতে টিনের প্রাচীর স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া লিজা আক্তার (১৬) ও অন্যজন বাড্ডার বাসিন্দা। তার নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

Link copied!