ঘূর্ণিঝড় ‘রেমাল’

দেশব্যাপী প্রায় অর্ধেক টেলিযোগাযোগ সেবা ব্যাহত

জাতীয় ডেস্ক

মে ২৭, ২০২৪, ১০:২০ পিএম

দেশব্যাপী প্রায় অর্ধেক টেলিযোগাযোগ সেবা ব্যাহত

প্রতীকী ছবি

সোমবার সারাদেশে প্রায় ২২ হাজার ২১৮টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের সেবায় বিভ্রাটের পাশাপাশি প্রায় ৩ লাখ সেবা থেকে বঞ্চিত প্রায় তিন লাখ ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক, গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ।

‘বেশিরভাগ মোবাইল অপারেটরের টাওয়ারের নেটওয়ার্ক ব্যাহত হয়েছে বিদ্যুৎ বিভ্রাটের কারণে। সোমবার সকালে আমরা আট হাজার টাওয়ারের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার খবর পাই। দুপুরে এ সংখ্যা ১২ হাজার ছাড়ায়। আর সন্ধ্যায় জানতে পারি ২২ হাজার টাওয়ারের নেটওয়ার্ক সেবা ব্যাহত হচ্ছে। সাধারণত জেনারেটরগুলো ছয় ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। ছয় ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক না হওয়ায় বেশিরভাগ মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ব্যাহত হচ্ছে,” বলেন বিটিআরসি চেয়ারম্যান।
 

Link copied!