অক্টোবরের মতো নভেম্বর মাসেও বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা কমে ক্রমেই শীত নামতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ‘বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ তৈরি হতে পারে। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। নভেম্বরের প্রথমার্ধে এর সম্ভাবনা খুব কম। দ্বিতীয়ার্ধে সম্ভাবনা আছে।’
আবহাওয়ার পূর্বাভাস বলছে, নভেম্বরের শেষ থেকে সারা দেশে শীতের আমেজ শুরু হয়ে যেতে পারে। তবে রাজধানীতে হিমেল বাতাস বইতে সময় লাগবে ডিসেম্বর মাস পর্যন্ত।
এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।
গত মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হামুনের সৃষ্টি হয়। এটি গত ২৪ অক্টোবর কুতুবদিয়ার কাছ দিয়ে চট্টগ্রাম কক্সবাজার উপকূল অতিক্রম করে।