‘আপাতত ১৮ বছরের নিচে শিক্ষার্থীদের টিকা নয়’

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২১, ০৩:১৩ পিএম

‘আপাতত ১৮ বছরের নিচে শিক্ষার্থীদের টিকা নয়’

যেসব শিক্ষার্থীদের বয়স ১৮ বছরের নিচে রয়েছে তাদের আপাতত করোনাভাইরাস প্রতিরোধক টিকা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য  জানান।  

ডা. শামসুল হক বলেন, ১৮ বছরের নিচে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম নিয়ে কোনো পরিকল্পনা এই মুহূর্তে আমাদের জানা নাই। তবে এটা নিয়ে সরকার যেহেতু চিন্তা করছে ভবিষ্যতে যদি কোনো পরিকল্পনা আসে সেটা আপনাদের জানাতে পারবো।

এর আগে, শনিবার (৪ সেপ্টেম্বর) ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হবে জানিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রাজধানীর তেজগাঁওয়ে নার্সিং ও মিডওয়াইফারি লাইসেন্সিং/প্রি-রেজিস্ট্রেশন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে শনিবার তিনি আরও জানান, ‘১২ বছর থেকে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হবে। তবে এক্ষেত্রে পর্যাপ্ত টিকা পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে’।

স্বাস্থ্যমন্ত্রী, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের টিকাদানের বিষয়টি তাদের বয়সের ওপর নির্ভর করে। শিক্ষার্থীর বয়স ১৮ বছরের বেশি হলে যেকোনো টিকা দেওয়া যাবে। তবে বয়স ১২ বছরের বেশি, কিন্তু ১৮ বছরের কম হলে উন্নত দেশগুলোতে বিশ্বে ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হচ্ছে। আমাদের দেশে শিক্ষার্থীদের টিকা দেওয়া হলে আমরাও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুসরণ করেই টিকা দেব’।

তিনি আরো জানান, মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ৮০ শতাংশকেই টিকা দেওয়া হয়েছে। 

স্কুল-কলেজ খুলে দিলে নতুন করে সংক্রমণের ঝুঁকি তৈরি হবে কি না, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘এ ব্যাপারে আমি এককভাবে কিছু বলতে পারব না। আগামীকাল (৫ সেপ্টেম্বর)) আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সংশ্লিষ্টরা কীভাবে নিরাপদ পরিবেশ তৈরি করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন’।

Link copied!