ডেঙ্গুতে একদিনে রেকর্ড ২৯৫৯ রোগী ভর্তি, আরও ১২ প্রাণহানি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১০, ২০২৩, ০৬:৩৩ পিএম

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ২৯৫৯ রোগী ভর্তি, আরও ১২ প্রাণহানি

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ডেঙ্গুতে দেশের হাসপাতালগুলোতে ২৪ ঘণ্টায় সর্বাধিক ২৯৫৯ রোগী ভর্তি হয়েছে, যা একদিনে রেকর্ড। আরও ১২ প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। আক্রান্তদের মধ্যে ১৮৬২ জনই ঢাকার বাইরের।

নতুন রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ হাজার ২৮ জনে। তার মধ্যে কেবল আগস্টের প্রথম ৯ দিনেই হাসপাতালে ভর্তি হলেন ২৬ হাজার ১৯৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে এসব রোগী ভর্তি হয়েছেন। এর আগে বুধবার ২৮৪৪ জন রোগী ভর্তি হয়ে যে রেকর্ড তৈরি হয়েছিল, তা ভাঙল।

বাংলাদেশে এর আগে কেবল ২০১৯ সালের এর চেয়ে বেশি লক্ষাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। আর মৃত্যুর সংখ্যা ৩৫০ ছাড়াল এবারই প্রথম।

এদিকে গত এক দিনে যে ১২ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে ৭ জন ঢাকার, বাকিরা বাইরের। সবমিলিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩৬৪ জন দাঁড়িয়েছে।

জুলাই মাস থেকে ঢাকার বাইরে সারা দেশেই ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। ফলে ভর্তি রোগী ও মৃত্যুর এই সংখ্যা সামনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর।

ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন।

এডিস মশা শনাক্ত করতে চালানো জরিপে ঢাকায় মশার যে উপস্থিতি দেখা গেছে, তাকে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় সামনে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করেছেন তারা।

এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত বছর ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন, মৃত্যু হয় ২৮১ জনের।

Link copied!