মাঙ্কিপক্স এখনো নিয়ন্ত্রণ করা সম্ভব: ডব্লিউএইচও

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৭, ২০২২, ১১:৪৩ পিএম

মাঙ্কিপক্স এখনো নিয়ন্ত্রণ করা সম্ভব: ডব্লিউএইচও

অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নিলে আফ্রিকার বাইরের দেশগুলোতে মাঙ্কিপক্সের বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে জানিয়েছেন সিলভি ব্রায়ান্ড নামে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

ডব্লিউএইচও- এর বৈশ্বিক সংক্রামক রোগ মোকাবেলার প্রস্তুতি বিষয়ক কর্মসূচির পরিচালক সিলভি ব্রায়ান্ড সংস্থাটির বার্ষিক সভায় বলেন, “আমরা মনে করি, এখনই আমরা সঠিক পদক্ষেপ নিতে পারলে একে (মাঙ্কিপক্স) সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব।”

তিনি জোর দিয়ে বলেন, মাঙ্কিপক্সের বিস্তার ঠেকানোর জন্য এখনও যথেষ্ট সুযোগ আছে।

সেইসঙ্গে সাধারণ মানুষকে এ নিয়ে উদ্বিগ্ন না হওয়ারও আহ্বান জানিয়েছেন ব্রায়ান্ড। কারণ হিসেবে তিনি বলেন, এই ভাইরাসের বিস্তার অন্যান্য ভাইরাস, যেমন- করোনাভাইরাসের চেয়ে এখনও ধীর গতির।

কিন্তু আফ্রিকার বাইরে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে রোগটি ছড়িয়ে পড়তে থাকায় উদ্বেগ বেড়েছে। ভাইরাসটি আগে দেখা দেয়নি এমন ২শ’টির বেশি দেশে এখন পর্যন্ত মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে কিংবা সংক্রমণ ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Link copied!