করোনা সংক্রমণ: নেপালে বন্ধ হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১১, ২০২২, ০৪:২৭ এএম

করোনা সংক্রমণ: নেপালে বন্ধ হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

করোনা সংক্রমণ বাড়তে আরম্ভ করায় নেপালে প্রায় তিন সপ্তাহের জন্য স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। এসময়ে বাড়িতেই থাকবে ৭০ লাখেরও বেশি শিক্ষার্থী। সরকারের এক মুখপাত্র সোমবার একথা জানিয়েছেন। নেপালে রবিবার নতুন করে কোভিড শনাক্ত হয়েছে ৮৪১ জনের।

গতবছর সেপ্টেম্বরের পর ১ দিনে করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা এটিই সবচেয়ে বেশি। এসময়ে মারা গেছে ১১,৬০৪ জন।

শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দীপক শর্মা বলেছেন, স্কুল ২৯ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। যদিও ১২ থেকে ১৭ বছর বয়সের শিশুদের টিকাদান কর্মসূচি চলবে।

শর্মা বলেন, “টিকা নিতে শিক্ষার্থীদেরকে কখন এবং কোনদিন স্কুলে যেতে হবে তা অবশ্যই জানাতে হবে স্কুল কর্তৃপক্ষকে।”

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে স্কুল বন্ধ রেখে লাগাতার সংক্রমণের রাশ আপাতত টেনে ধরা যাবে বলেই আশা করছে কর্তৃপক্ষ।

গত সপ্তাহে সরকার কোভিড-১৯ আক্রান্ত রোগী একলাফে বেড়ে যেতে পারে বলে সতর্ক করে দিয়ে বা হাসপাতালগুলোকে ড়তি রোগীর চাপ সামলানোর জন্য প্রস্তুত থাকতে বলেছিল।

হাসপাতালগুলোকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ ঠিক রাখা এবং কর্মীদেরকে প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নেপালে এখন পর্যন্ত ২৭ জনের ওমিক্রন সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে এই ধরনে এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি।

দেশটিতে একবছর আগে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে জনসংখ্যার ৩৬ দশমিক ৭ শতাংশকে দুই ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে।

Link copied!