গোপন নথির মামলায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৯, ২০২৩, ০৯:২০ এএম

গোপন নথির মামলায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার গোপন নথির মামলায় অভিযুক্ত হয়েছেন। হোয়াইট হাউজ ত্যাগ করার পর তিনি এসব নথির অপব্যবহার করেন।

শুক্রবার (৯ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন গণমাধ্যমের বলা হয়েছে, ৭৬ বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে গোপন নথি বেআইনিভাবে ধরে রাখাসহ সাতটি অভিযোগ রয়েছে।

এদিকে, ট্রাম্প বলেছেন তাঁকে অভিযুক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘গোপন সরকারি নথি তদন্তে দুর্নীতিগ্রস্ত বাইডেন প্রশাসন আমার অ্যাটর্নিদের জানিয়েছে যে আমাকে অভিযুক্ত করা হয়েছে।’

গতকাল বৃহস্পতিবার ট্রাম্প তাঁর সামাজিক নেটওয়ার্ক ট্রুথ সোশ্যালে এসব কথা জানান।

ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কিছু জানায়নি। তবে দ্য নিউইয়র্ক টাইমসসহ যুক্তরাষ্ট্রের বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত খবর বলছে ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া ওই পোস্টে ট্রাম্প আরও বলেছেন, আগামী মঙ্গলবার মায়ামিতে একটি আদালতে তাঁকে তলব করা হয়েছে। তিনি আরও বলেন, ‘আমি কখনো ভাবিনি যুক্তরাষ্ট্রের সাবেক একজন প্রেসিডেন্টের সঙ্গে এমনটা ঘটতে পারে।’

বিবিসি বলছে, ট্রাম্পের বিরুদ্ধে আদালতে এ নিয়ে দ্বিতীয়বার অভিযোগ গঠন করা হলো এবং সাবেক কোনও মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এটিই প্রথম ফেডারেল অভিযোগ। অবশ্য ২০২৪ সালে নির্বাচনে আবারও রিপাবলিকান পার্টির হয়ে ভোটের লড়াইয়ে নামার ঘোষণা দিয়ে প্রচারণা শুরু করেছেন ট্রাম্প।

Link copied!