নভেম্বর ২২, ২০২৪, ০২:১৯ পিএম
ইউক্রেন যুদ্ধ ক্রমেই বৈশ্বিক যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন যেভাবে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তা করে যাচ্ছে এর প্রেক্ষিতে পশ্চিমাদের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে ভ্লাদিমির পুতিন এসব কথা বলেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে পুতিনকে উদ্ধৃত করে বলা হয়, ‘ইউক্রেন যুদ্ধ ক্রমেই বৈশ্বিক যুদ্ধে পরিণত হচ্ছে।’
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইউক্রেনকে তাদের অস্ত্র দিয়ে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার মাধ্যমে এই যুদ্ধ এখন গোটা বিশ্বকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
রুশ প্রেসিডেন্ট অস্ত্র সরবরাহকারী দেশগুলোকে সতর্ক করে বলেছেন, ‘মস্কো এসব দেশের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে বাধ্য হবে।’
পুতিন জানান, রাশিয়া ইউক্রেনের সামরিক স্থাপনায় একটি নতুন ধরণের হাইপারসনিক মাঝারি পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন এবং ব্রিটিশ ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিয়েছে।
‘এই ধরণের আরো পাল্টা জবাব দেয়া হবে’ বলেও জাতির উদ্দেশে দেয়া ভাষণে পুতিন পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুমকি দেন।
‘এই ধরণের পাল্টা জবাব দেয়ার আগে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হবে’ বলেও উল্লেখ করেন তিনি।
পুতিন আরও বলেন, ইউক্রেনের ছোড়া যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ১৯ নভেম্বর ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ও ২১ নভেম্বর ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। শত্রুপক্ষ লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।
পুতিন চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহকৃত দুর পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দেয়ার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এসব ক্ষেপণাস্ত্র রুশ সীমান্তে নিক্ষেপ করা হয়েছে।
তিনি বলেন, এসব দেশের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর মস্কোর অধিকার রয়েছে।
এদিকে বৃহস্পতিবার লন্ডনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন অভিযোগ করে বলেন, ‘ব্রিটেন ইউক্রেন যুদ্ধে এখনো সরাসরি জড়িত।’
স্কাই নিউজকে রুশ দূত আরও বলেন, ‘ব্রিটেন ও ন্যাটোর সমর্থন ছাড়া রাশিয়ার সীমান্তে এই ধরণের হামলা হওয়া সম্ভব নয়।’