টেপ দিয়ে আটকানো একটি কলার দাম ৬ কোটি ২০ লাখ ডলার

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২২, ২০২৪, ০৬:২০ পিএম

টেপ দিয়ে আটকানো একটি কলার দাম ৬ কোটি ২০ লাখ ডলার

৬ কোটি ২০ লাখ ডলার দামের শিল্পকর্ম "কমেডিয়ান"। ছবি: সংগৃহীত

দেয়ালে ডাক্ট-টেপ দিয়ে আটকানো একটি কলার শিল্পকর্ম নিলামে ৬ কোটি ২০ লাখ ডলারে বিক্রি হয়েছে। শিল্পকর্মটি ইতালীয় শিল্পী মরিজিও কাতেলানের।

সম্ভবত ইতিহাসের অন্যতম ব্যয়বহুল কলা এটি। নিউইয়র্ক টাইমসের সূত্র মতে, প্রদর্শনী শুরুর আগে দিনের শুরুতে মাত্র ৩৫ সেন্ট দিয়ে কেনা হয়েছিল কলাটি।

বুধবার, ২০ নভেম্বর নিউ ইয়র্কের সোথবিজে পাঁচ মিনিটের মধ্যে নিলামে এটি বিক্রি হয়। নিলামে জিতে শিল্পকর্মটি সংগ্রহ করেছেন চীনা সংগ্রাহক এবং ক্রিপ্টোকারেন্সি ট্রনের প্রতিষ্ঠাতা সান ফোনে।

শিল্পকর্মটির প্রারম্ভিক মূল্য ৮ লাখ থেকে ৬ কোটি ২০ লাখ ডলারে পৌঁছায়। সান ফোনে ক্রিপ্টোতে অর্থ প্রদান করেছেন। আর্টনেট ডট কম জানায়, কলা পচে গেলে এটিকে বদলে নেয়ার দায়িত্ব হবে ক্রেতার।

সোথবিজকে দেয়া এক বিবৃতিতে সান বলেন, “এটি শুধু একটি শিল্পকর্ম নয়। এটি একটি সাংস্কৃতিক ঘটনাকে প্রতিনিধিত্ব করে যা শিল্প, মিমস এবং ক্রিপ্টোকারেন্সি সম্প্রদায়ের জগতের মধ্যে মেলবন্ধন তৈরি করে। আমার বিশ্বাস, এই শিল্পকর্ম ভবিষ্যতে আরও চিন্তা ও আলোচনাকে অনুপ্রাণিত করবে এবং ইতিহাসের অংশ হয়ে উঠবে।”

ডাক্ট-টেপ দিয়ে দেয়ালে আটকানো শিল্পকর্মটি মরিজিও কাতেলান ২০১৯ সালে সর্বপ্রথম প্রদর্শন করেন। “কমেডিয়ান” নামের এই শিল্পকর্মটি মিয়ামির আর্ট বাসেলে আত্মপ্রকাশের পরে শিল্পজগতকে কাঁপিয়ে দিয়েছিল। শিল্প আসলে কী, সে সম্পর্কে তীব্র বিতর্ক উসকে দিয়েছিল এই শিল্পকর্মটি। এটি দেখতে এত ভিড় হয়েছিল যে, জনসাধারণের সুরক্ষার জন্য এবং প্রদর্শনীতে থাকা অন্যান্য কাজগুলো রক্ষা করার জন্য প্রদর্শনীটি সরিয়ে ফেলতে হয়েছিল।

এটি একটি ইনস্টলেশন আর্ট, যেখানে একটি নির্দেশিকাও দেয়া আছে যে, কলাটি পচে গেলে কিভাবে সেটি বদলাতে হবে।

শিল্পী কাতেলানের আরও অনেক সৃষ্টিশীল ও সাহসী কাজ রয়েছে। যেমন সোনালি টয়লেট এবং উল্কাপিণ্ড দ্বারা আঘাতপ্রাপ্ত পোপের ভাস্কর্য উল্লেখযোগ্য।

শিল্প বিশেষজ্ঞরা ডাক্ট-টেপে আটকানো কলার শিল্পকর্ম সম্পর্কে বলছেন, এটি হাস্য-রসাত্মক, অযৌক্তিক এবং শিল্পের বাজারের রমরমা অবস্থার প্রতীক। এটিকে বাঙ্কসির কাজ “গার্ল উইথ বেলুন” এর সাথে তুলনা করছেন অনেকে।

Link copied!