ফ্লয়েড হত্যার রায় শুনে বাইডেন বললেন, এখানে থামলে চলবে না

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২১, ২০২১, ১১:২৪ এএম

ফ্লয়েড হত্যার রায় শুনে বাইডেন বললেন, এখানে থামলে চলবে না

যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত কৃষ্ণকায় যুবক জর্জ ফ্লয়েড হত্যা মামলায় তিনটি অভিযোগেই দোষী সাব্যস্ত হয়েছেন বহিষ্কৃত পুলিশ সদস্য ডেরেক শভিন। তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই মিনেসোটার আদালতে প্রমাণিত হয়েছে। আগামী আট সপ্তাহের মধ্যে চূড়ান্ত রায় (কারাদণ্ডাদেশ) ঘোষণা করা হবে। কারাদণ্ডাদেশ  ৪০ বছর জেল হতে পারে তার।

রায় ঘোষণার সময় আদালতেই উপস্থিত ছিলেন শভিন। বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে তাকে। তবে, নিজের বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন সাবেক এই পুলিশ সদস্য।

রায়ের পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ভাষণে বাইডেন বলেন, শভিনের বিচার প্রমাণ করেছে যে কেউ আইনের ঊর্ধ্বে বিবেচিত হওয়ার নয়। তবে এই বিচারের রায়ই যথেষ্ট নয় বলেও উল্লেখ করেন তিনি।

মিনেসোটার হেনেপিন কাউন্টি আদালত তিনটি অভিযোগেই শভিনকে দোষী সাব্যস্ত করেন। এগুলো হলো ‘সেকেন্ড ডিগ্রি’ অনিচ্ছাকৃত খুন, ‘থার্ড ডিগ্রি’ খুন ও ‘সেকেন্ড ডিগ্রি’ নরহত্যা। রায় ঘোষণার সময় বিচারক জানিয়েছেন, পরবর্তী আট সপ্তাহের মধ্যে শভিনের কারাদণ্ডাদেশ ঘোষণা করা হবে।

শভিনের ৪০ বছর কারাদণ্ড হতে পারে। আইন অনুযায়ী, ‘সেকেন্ড ডিগ্রি’ অনিচ্ছাকৃত খুনের জন্য সর্বোচ্চ ৪০ বছর কারাদণ্ডের বিধান আছে। ‘থার্ড ডিগ্রি’ খুনের জন্য সর্বোচ্চ কারাদণ্ডের বিধান ২৫ বছর। আর ‘সেকেন্ড ডিগ্রি’ নরহত্যার জন্য ১০ বছরের কারাদণ্ড বা ২০ হাজার ডলার জরিমানার বিধান রয়েছে।

নাগরিক সমাজের মনোভাব ও মামলা নিয়ে ব্যাপক প্রচারের কারণে জুরিবোর্ড প্রভাবিত হয়েছেন—এমন দাবি করে শভিনের পক্ষ থেকে আপিল করা হতে পারে। নিউজম্যাক্স এ-সংক্রান্ত প্রতিবেদনে বলেছে, আপিল করতে হলে শভিনের আইনজীবীকে আগামী ৬০ দিনের মধ্যে আবেদন জানাতে হবে।

রায় ঘোষণার সময় হোয়াইট হাউসে বসে প্রেসিডেন্ট বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা টিভিতে লাইভ দেখেন। রায়ের পর বাইডেনের আগে কমলা হোয়াইট হাউস থেকে বক্তৃতা দেন। তিনি বলেন, ‘ফ্লয়েড হত্যার বিচারের রায় একধরনের প্রশান্তি দিলেও আমাদের এই বেদনা বহন করে চলতে হবে।’

বাইডেন তার বক্তৃতায় বলেন, ‘এই বিচারের রায়ই যথেষ্ট নয়। আমাদের এখানে থামলে চলবে না। পরিবর্তন ও সংস্কার নিশ্চিত করতে হলে আমাদের আরও অনেক কাজ করতে হবে। যে কারণে এসব ঘটনা ঘটছে, তা কমিয়ে আনার জন্য অবশ্যই উদ্যোগ গ্রহণ করতে হবে।’

ফ্লয়েডের মেয়ের সঙ্গে দেখা করার কথা বাইডেন তার বক্তৃতায় উল্লেখ করেন। তিনি বলেন, ফ্লয়েডের শিশুকন্যা বলেছিল, তার বাবা পৃথিবী বদলে দিয়েছেন। সেই কথা স্মরণ করে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘ফ্লয়েডের মৃত্যুর স্মৃতি আমাদের শান্তির প্রেরণা হয়ে উঠুক। এই ঘটনা কোনো সহিংসতার প্রেরণা হতে পারে না। যারা আবেগকে কাজে লাগিয়ে সহিংসতা করে, লুটপাট করে, অগ্নিসংযোগ করে, তাদের সফল হতে দেওয়া যাবে না।’

সূত্র: বিবিসি ও সিএনএন

Link copied!