ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের রাজধানী শহর টোকিওসহ দেশেটির বিভিন্ন এলাকা।অলিম্পিকের আসরেই অনুভূত হল এই কম্পন। স্থানীয় সময় বুধবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৫টার দিকে ভূকম্প অনুভূত হয়। জাপানের মেটেরোলজিক্যাল এজেন্সির বুলেটিনে জানানো হয় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬।
ভূমিকম্পের কারণে অলিম্পিকের গেমস ভিলেজে থাকা প্রতিযোগী, সাংবাদিকরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় তিন মিনিট ধরে কম্পন অনুভূত হয় বলে জানা গেছে।
রয়টার্সের খবরে বলা হয়, কম্পনের উৎসস্থল ছিল ভূমি থেকে ৪০ কিলোমিটার গভীরে। ২০ সেকেন্ড ধরে এই কম্পন অনুভূত হয়েছে। আফটার শকও অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যার স্থায়িত্ব ছিল প্রায় ৩০ সেকেন্ড পর্যন্ত।
এই মুহূর্তে টোকিয়োতে চলছে অলিম্পিক ২০২০। সেই আসরেই কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্টেডিয়ামে উপস্থিত সকলেই কম্পন টের পান। মুহূর্তের জন্য হুড়োহুড়ি পড়ে যায়। আয়োজক ও স্টাফেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। যদিও সেই মুহূর্তে কোনও খেলা শুরু হয়নি বলেই খবর। তবে অলিম্পিক ভিলেজে সমস্ত দেশেরই প্রতিযোগীরা রয়েছেন। ভূমিকম্পের ঘটনায় সকলেই সাময়িকভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। যদিও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। জারি হয়নি সুনামির সতর্কতাও।
টোকিওতে উপস্থিত থাকা জন বার্কফিল্ড নামে এক সাংবাদিক টুইট বার্তায় জানান, ‘টোকিওতে ভূমিকম্প হচ্ছে। গত ৩০ সেকেন্ড ধরে কম্পন অনুভব করছি।’ আরেকজন টুইট করে লেখেন, ‘প্রায় তিন মিনিট ধরে মৃদু কম্পন অনুভব করলাম।’ অস্ট্রেলিয়ার এক সাংবাদিক সেই সময় সম্প্রচার করছিলেন। তার মাঝেই ভূমিকম্প হয়। সেই শো-তেই ভূমিকম্পের কথা জানান তিনি।
ভূপৃষ্ঠের তিনটি প্লেটের উপর অবস্থান করছে জাপান। ফলে প্লেটগুলি সামান্য সরে গেলেও কেঁপে ওঠে এই দেশ। যার ফলে দেশটিতে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে।
সূত্র: রয়টার্স, আনন্দবাজার