জার্মানির সাধারণ নির্বাচনে দেশটির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছে বামপন্থি দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)।
স্থানীয় সময় রবিবার (২৬ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত সর্বশেষ ফলাফলে এমন চিত্র পাওয়া গেছে বলে দেশটির একাধিক সংবাদ সংস্থার খবরে জানানো হয়।
প্রকাশিত ফলে দেখা যাচ্ছে, এসপিডি বিদায়ী চ্যান্সেলর মের্কেলের সিডিইউ থেকে ১.২ শতাংশ ভোটে এগিয়ে আছে৷এর ফলে ২০০৫ থেকে ১৬ বছর ধরে মের্কেলের অধীনে চলা রক্ষণশীল শাসনের অবসানের সম্ভাবনা দেখা দিয়েছে। অবশ্য তার দলের আরমিন লাশেট নামে এক নেতা দাবি করেছেন, তারা এখনও সরকার গঠনে সক্ষম।
তবে আরমিন লাশেটের ওই দাবির জবাবে এসপিডি দলের নেতা ওলাফ শলৎজ বলেছেন, সরকার গঠনে তার দল ভোটে স্পষ্ট রায় পেয়েছে। ভোটের ২৫ দশমিক ৮ শতাংশ পেয়ে এগিয়ে রয়েছে তার দল এসপিডি। অন্যদিকে, ২৪ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছে অ্যাঙ্গেলা মের্কেলের সিডিইউ ও তার শরীক দল।
এছাড়া, গ্রিন পার্টি (১৪.৩ শতাংশ), লিবারেল ফ্রি ডেসোক্রেটস-এফডিপি (১১.৫ শতাংশ), অভিবাসনবিরোধী এএফডি (১০.৫ শতাংশ), বাম দল (৫ শতাংশ) ও অন্যান্য (৮.৫ শতাংশ) ভোট পেয়েছে৷
প্রাথমিক ফলাফলে এসপিডি সামান্য এগিয়ে থাকলেও জার্মানির পরবর্তী সরকারে নেতৃত্ব দেবে কোন দল, কে হবেন মের্কেলের উত্তরসূরী, এখনও তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। চূড়ান্ত ফলাফলে যে দলই এগিয়ে থাক, সরকার গড়তে তাদের জোটের জোটের শরণ নিতে হবে। ফলে নতুন চ্যান্সেলর কে হবেন, তা জানতেও অপেক্ষায় থাকতে হবে।
জার্মানিতে নতুন জোট সরকার গঠনের জন্যও সময় লাগবে। গ্রিন পার্টি ও লিবারেল ফ্রি ডেমোক্রেটস (এফডিপি) এর মত দলগুলোও সরকারের অংশীদার হতে পারে।
বিবিসির খবরে বলা হয়েছে, জার্মানিতে জোট সরকার গঠন না হওয়া পর্যন্ত দেশটির চ্যান্সেলরের দায়িত্ব সামলাবেন আঙ্গেলা মের্কেল। জোট গঠনে দেরি হলে নতুন চ্যান্সেলর পেতে নতুন বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে।