জি-২০ সম্মেলনের আগে বাইডেন-জিনপিংয়ের বৈঠক আজ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৪, ২০২২, ১২:২১ পিএম

জি-২০ সম্মেলনের আগে বাইডেন-জিনপিংয়ের বৈঠক আজ

বৈশ্বিক পরাশক্তি দুই দেশের নেতা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মুখোমুখি বৈঠকেবসতে যাচ্ছেন। সোমবার উভয় নেতার দীর্ঘ প্রতীক্ষিত এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

তাইওয়ান, দক্ষিণ চীন সাগর, উইঘুর মুসলিমসহ বিভিন্ন ইস্যুতে চীনের সঙ্গে দ্বন্দ্ব থাকলেও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটির সঙ্গে সংঘাতে জড়ানোর কোনো ইচ্ছা যুক্তরাষ্ট্রের নেই। কম্বোডিয়ার রাজধানী নমপেনে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের শেষ দিন অতিথি হিসেবে অংশগ্রহণ করে গতকাল রবিবার চীনসংক্রান্ত নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। সেখান থেকে তিনি জি-২০ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হন। আজ সোমবার ইন্দোনেশিয়ার বালি দ্বীপে দুই দিনব্যাপী শুরু হচ্ছে জি-২০ সম্মেলন। এর এক ফাঁকে বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক করার কথা রয়েছে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে উত্তেজনাপূর্ণ জি-২০ শীর্ষ সম্মেলনের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত বৈঠকে অংশ নিতে সোমবার ইন্দোনেশিয়ার বালি দ্বীপে পৌঁছাবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

দীর্ঘ প্রতীক্ষিত এই বৈঠকে বৈশ্বিক পরাশক্তি দুইটি দেশের শীর্ষ এই দুই নেতা তাইওয়ান, ইউক্রেন এবং উত্তর কোরিয়ার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

Link copied!