তালেবানের সাথে ভারত রাখবে ‘সীমিত সম্পর্ক’

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২১, ০২:৩৯ পিএম

তালেবানের সাথে ভারত রাখবে ‘সীমিত সম্পর্ক’

তালেবানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ‘ধীরে চলো’ নীতি গ্রহণ করবে নয়াদিল্লি। আলোচনার রাস্তা খোলা রেখে আফগানিস্তানের নয়া শাসেকর সঙ্গে ‘সীমিত সম্পর্ক’ বজায় রাখা হবে বলে জানিয়ছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

এর আগে তালিবান মুখপাত্র সুহাইল শাহিন শুক্রবার বলেছিলেন, ‘মুসলিম হিসেবে  কাশ্মীরের মুসলিমদের পক্ষে আওয়াজ তোলার অধিকার আমোদের রয়েছে’। সেসময় সুহাইল চিনকে আফগানিস্তানের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী’ বলেও মন্তব্য করেন তিনি। এর পর শ্রিংলার এমন মন্তব্যকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে বিশ্লেষকরা।

এদিকে কাতারের রাজধানী দোহায় ভারতীয় দূতাবাসে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তালিবান নেতা শের মুহাম্মদ আব্বাস স্টানিকজাইয়ের সঙ্গে বৈঠক করেন কাতারে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তল। তবে পররাষ্ট্র সচিব শ্রীংলা জানিয়েছেন, ‘দোহায় তালেবানের সঙ্গে ভারতের কোনও সুদৃঢ় আলোচনা হয়নি’।

দোহার ওই বৈঠক ভারতের এত দিনের কাবুল-নীতির থেকে অনেকটাই আলাদা বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। পূর্বতন মনমোহন সিংহ বা অটলবিহারী বাজপেয়ীর সরকার কখনই তালেবানের সঙ্গে সরাসরি আলোচনার দরজা খোলেনি।

ফলে মোদী সরকারের এই পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই ঘরোয়া রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা দাবি তুলেছেন, ‘কেন্দ্র আগে স্পষ্ট করুক, এখনও তারা তালিবানকে জঙ্গিগোষ্ঠী মনে করে কি না’। এই পরিস্থিতিতে পররাষ্ট্র সচিবের এমন মন্তব্য ভারতের সাবধানী পদক্ষেপের ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।

Link copied!