দেউলিয়ার দ্বারপ্রান্তে যুক্তরাস্ট্র! বাইডেনের অস্ট্রেলিয়া সফর স্থগিত

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৭, ২০২৩, ০৫:০২ পিএম

দেউলিয়ার দ্বারপ্রান্তে যুক্তরাস্ট্র! বাইডেনের অস্ট্রেলিয়া সফর স্থগিত

অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউগিনি সফর স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত হতে যাওয়া কোয়াড বৈঠকও বাতিল হয়ে গেছে। তাই আসছে রবিবার জাপানে  জি-৭ সম্মেলন শেষ হওয়ার পরেই বাইডেন দেশে ফিরবেন। 

দেশের ঋণ-সঙ্কটের জন্যই জো বাইডেনকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এবং মার্কিন গণমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।  প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসকে যুক্তরাষ্ট্রের ঋণের সীমা বাড়াতে হবে। এটি সম্ভব না হলে আসছে ১ জুন থেকে যুক্তরাষ্ট্র ৩১ দশমিক চার ট্রিলিয়ন ডলারের ঋণখেলাপি হয়ে যাবে। মার্কিন সরকার যদি তাদের দায়বদ্ধতা পুরো না করতে পারে, তাহলে আন্তর্জাতিক আর্থিক ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেবে।  তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সমাধানে পৌঁছাতে পারেনি মার্কিন কংগ্রেস। তাই বিষয়টি নিয়ে ১ জুনের আগেই সংশ্লিষ্ট সবার সঙ্গে অধিকতর আলোচনা করতে অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউগিনি সফর স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

জো বাইডেন এরই মধ্যে হোয়াইট হাউসে কংগ্রেসের রিপাবলিকান নেতাদের সাথে বিষয়টি নিয়ে বৈঠক করেছেন। রিপাবলবিকান কংগ্রেস সদস্যরা একটা সমঝোতায় পৌঁছানো সম্ভব মনে করলেও হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাকার্থি জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে এখনো বিপুল মতবিরোধ আছে।

এদিকে, দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ায় অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হতে যাওয়া কোয়াড বৈঠকও বাতিল করা হয়েছে। আসছে ২৪ মে ওই বৈঠক হওয়ার কথা ছিল।  বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও যোগ দেওয়ার কথা ছিল। তবে বুধবারই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্য়ান্টনি অ্যালবানিজ জানিয়ে দিয়েছেন, আসছে সপ্তাহে সিডনিতে কোয়াড বৈঠক হবে না।

প্রসঙ্গত,কোয়াডের সদস্য দেশগুলি হল অস্ট্রেলিয়া, জাপান, ভারত ও আমেরিকা। এ চার দেশের অনানুষ্ঠানিক জোটটিকে ‘চীন-বিরোধী’ জোট হিসেবেই দেখছে চীন ও অন্যান্যরা। চীনের সাথে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত; কারো সাথেই সম্পর্ক ভালো নয়। মূলত চীনের বাড়বাড়ন্ত ঠেকানোর জন্যই এই মঞ্চ তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন।

Link copied!