পেগাসাস কার্যালয় পরিদর্শন করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩০, ২০২১, ০৬:০৭ পিএম

পেগাসাস কার্যালয় পরিদর্শন করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ

সম্প্রতি বিশ্বব্যাপী আলোড়[ন তোলা ইসরায়েলি সফটওয়্যার তৈরিকারক প্রতিষ্ঠান এনএসও গ্রুপের কার্যালয় ‘পরিদর্শন’ করেছে দেশটির সরকারি বিভিন্ন সংস্থা। শুক্রবার (৩০ জুলাই) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক টুইট বার্তায় এই পরিদর্শনের কথা জানানো হয়েছে।

বিভিন্ন সংস্থার পরিদর্শনের পর এনএসও গ্রুপ কর্তৃপক্ষ বলেছে, ‘তারা স্বচ্ছতার ভিত্তিতে ইসরায়েলের সরকারি সংস্থার সঙ্গে কাজ করছে।’

ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ‘ইসরায়েল সরকারের বিভিন্ন সংস্থার কর্মীরা গত বুধবার এনএসও গ্রুপের কার্যালয় পরিদর্শন করে। পেগাসাসের বিরুদ্ধে নিরাপত্তাভঙ্গের যে অভিযোগ উঠেছে, তা ‘পরীক্ষা-নিরীক্ষা’ করতে এই উদ্যোগ নিয়েছে ইসরায়েলের বিভিন্ন সংস্থার কর্মীরা।’

এনএসও গ্রুপ পরিদর্শনের বিষয়টি ইসরায়েলের অনলাইন পত্রিকা দ্য রেকর্ডকে জানিয়েছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্রের বরাত দিয়ে দ্য রেকর্ড বলেছে, ‘স্বচ্ছতার সঙ্গে ইসরায়েলের সরকারের সঙ্গে কাজ করছে এনএসও গ্রুপ। সরকারি সংস্থার এসব পরীক্ষা-নিরীক্ষায় প্রমাণ হবে যে আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, তা মিথ্যা।’

বিশ্বের বিভিন্ন দেশে পেগাসাস সফটওয়্যারের সাহায্যে হাজার হাজার মানুষের মুঠোফোনের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বা চেষ্টা করা হয়েছে। এমন ৫০ হাজারের বেশি ফোন নম্বরের তথ্যভান্ডার পেয়েছিল প্যারিসভিত্তিক অলাভজনক সংবাদ সংস্থা ফরবিডেন স্টোরিজ।

পেগাসাস ব্যবহার করে যাদের মুঠোফোনে আড়ি পাতা হয়েছে, তাদের তালিকাও প্রকাশ করেছে গণমাধ্যমগুলো। এই তালিকায় বিভিন্ন দেশের রাজনীতিক, ব্যবসায়ী, মানবাধিকারকর্মীরা রয়েছেন।

এই তালিকায় নাম রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০১৯ সালে মাখোঁ সরকারের আরও কয়েকজনের ফোনে আড়ি পাতা হয়েছিল এই পেগাসাস ব্যবহার করে। এই নিয়ে তদন্ত শুরু করেছে ফ্রান্স। এই তদন্ত শুরুর পর ইসরায়েলের সংস্থাগুলো এনএসওর কার্যালয় পরিদর্শন করল।

Link copied!