বুলগেরিয়া ও পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৭, ২০২২, ০৯:২৬ এএম

বুলগেরিয়া ও পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া

রুশ জ্বালানি সংস্থা গ্যাজপ্রম পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে। রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আজ (২৭ এপ্রিল) সকাল ৮টার দিকে গ্যাস রপ্তানি বন্ধ করা হবে।

‘অবন্ধুসুলভ’ দেশগুলোকে রাশিয়ার কাছ থেকে জ্বালানি নিতে হলে অবশ্যই রুশ মুদ্রা রুবলে অর্থ পরিশোধ করতে হবে, অন্যথায় গ্যাস সরবরাহ করা হবে না বলে সম্প্রতি রাশিয়া ঘোষণা দেয়।  কিন্তু, বুলগেরিয়া ও পোল্যান্ড রাশিয়ার শর্ত মানবে না বলে জানায়। এরই পরিপ্রেক্ষিতে দেশ দুটিকে গ্যাস সরবরাহ বন্ধ করার বিষয়টি জানিয়ে দিল রাশিয়া।

রাশিয়ার গ্যাজপ্রম থেকেই অধিকাংশ গ্যাস আমদানি করে থাকে পোল্যান্ডের গ্যাস কোম্পানি পিজিএনআইজি। এ বছরের প্রথম তিন মাসেও রুশ কোম্পানিটির কাছে থেকেই পিজিএনআইজি’র মোট গ্যাসের ৫৩ শতাংশ সরবরাহ এসেছে। পিজিএনআইজি বলছে—হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ করা চুক্তির লঙ্ঘন। এ ছাড়া গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে পিজিএনআইজি।

অন্যদিকে, বুলগেরিয়ার গ্যাসের ৯০ শতাংশের বেশি আসে গ্যাজপ্রম থেকে। বুলগেরিয়া বলছে—গ্যাসের বিকল্প উৎস সন্ধানের চেষ্টা চলছে। এবং এ মুহূর্তে গ্যাস ব্যবহারে কোনো বিধিনিষেধ দিচ্ছে না দেশটি।

বুলগেরিয়ার জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, গ্যাজপ্রমের সঙ্গে বর্তমান চুক্তির বাধ্যবাধকতাগুলো পূর্ণ করা হয়েছে এবং প্রয়োজনীয় অর্থও পরিশোধ করা হয়েছে। তবে, দেশটি বলছে—রাশিয়ার কাছ থেকে নতুন যে পেমেন্ট সিস্টেমের (রুবলে অর্থ পরিশোধ করা) প্রস্তাব এসেছে, তা বর্তমান চুক্তির লঙ্ঘন।

Link copied!