রানী হিসেবে দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছর

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২২, ১১:০৮ এএম

রানী হিসেবে দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছর

প্রিন্স চার্লস, প্রিন্স এ্যানি, প্রিন্স এ্যান্ড্র এবং প্রিন্স এডওয়ার্ড চার পুত্রই পিতা ফিলিপ মারা যাওয়ার পর থেকে রানী এলিজাবেথের পাশে সার্বক্ষণিক থাকছেন। ৮ নাতি এবং ১১ পুতি নিয়ে রানীর রাজকীয় জীবন বরাবরই বিশ্বজুড়ে অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু। 

চার্লস রাজা হলে তার দ্বিতীয় স্ত্রী ডাচেস অব কর্ণওয়াল  নামে পরিচিত ক্যামিলা রানী নামে পরিচিত হন;এমনটা চান দীর্ঘ ৭০ বছর ধরে বিট্রিশ রাজসিংহাসনে রানীর আসনে অধিষ্ঠিত দ্বিতীয় এলিজাবেথ। ক্যামিলাকে রানী ঘোষণা করার মত গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়ার আগে জ্যেষ্ঠপুত্র প্রিন্স চার্লস এবং ডায়ানার বড় ছেলে প্রিন্স উইলিয়ামের সঙ্গে আলোচনা করবেন। যদিও ক্যামিলাকে রানী হিসেবে মেনে নিতে রাজপরিবারের মত ব্রিটেনের জনগণও একরকম সম্মতি দিয়ে রেখেছেন। এখন অপেক্ষা করছেন নতুন রাজা-রানীকে বরণ করতে। অবসরের ইচ্ছা থাক-বা-না থাক বয়স ৯৬ ছুঁইছুঁই করছে রানী । ১ এপ্রিল ৯৬তম জন্মদিন পালন করতেন যাচ্ছেন কুইন এলিজাবেথ। প্রতিবছরের মত এবারো তার জন্মদিনকে ঘিরে ৪ দিনের রাষ্ট্রীয় ছুটিতে উৎসবে মাতবেন ব্রিটেনবাসী। এরইমধ্যে প্রস্তুতিও প্রায় সম্পন্ন হয়েছে। ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারী থেকে ব্রিটেনের রানী এলিজাবেথ। সেই থেকে দায়িত্ব পালন করেই চলেছেন। ৭০ বছর পূর্তির কেক কেটেও জানালেন অবসর নিয়ে এখনই কিছু ভাবছেন না। ১৯৪৭ সালে ডিউক অব এডিনবা্র্গ নামে পরিচিত প্রিন্স ফিলিপকে বিয়ে করেন এলিজাবেথ। নিজের পিতা মারা যাওয়ার দিনেই রানী হতে হয় দ্বিতীয় এলিজাবেথকে।  

৭০ বছর পূর্তি অনুষ্ঠানে রানী দ্বিতীয় এলিজাবেথ বলেছেন, দীর্ঘ এ সময় তাকে সহায়তা করে আসায় রাজপরিবারের সদস্যসহ সবার প্রতি তিনি কৃতজ্ঞ। দীর্ঘ এ সময় ১৬টি দেশের প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন রানী। এ সময় তার সঙ্গে দেখা করেছেন ১২ জন মার্কিন প্রেসিডেন্ট। প্ল্যাটিনাম জুবিলির এ দিনে রানী ব্রিটেনবাসীর উদ্দেশ্যে বলেছেন, তাকে যেভাবে সম্মান জানিয়েছে ঠিক একইভাবে ব্রিটেনবাসী চার্লস এবং ক্যামিলাকেও সম্মান জানাবে।  

তবে ক্যামিলা চান ভিন্ন কিছু। ২০০৫ সালে প্রিন্সকে বিয়ে করার সময়ই নাকি ঠিক করে রেখেছেন রানী নয়, নিজেকে প্রিন্সেস কনসোর্ট নামে পরিচিত করতে চান তিনি। ১৯৯৭ সালে একটি সড়ক দুর্ঘটনায় নিহত চার্লসের প্রথম স্ত্রী প্রিন্সেস ডায়ানার প্রতি সম্মান দিতেই নাকি চার্লস-ক্যামিলা দম্পতি এ সিদ্ধান্ত নিয়েছেন। সমাজসেবাসহ নানা মানবিক কর্মকান্ডে যুক্ত থাকা বিপুল জনপ্রিয় প্রিন্সের ডায়ানার সে মৃত্যু কাঁদিয়েছে গোটা বিশ্বকে। দ্বিতীয় এলিজাবেথের পর মনের সিংহাসনে সেসময় ডায়ানাকে রানীর আসনে বসিয়ে রেখেছিলো গোটা বিশ্ব। তাই ডায়ানার প্রতি সম্মান জানাতেই রানী নাম ব্যবহার করতে চাননা ক্যামিলা।

প্রিন্স চার্লস রাজা হলে ‘ডাচেস অব কর্ণওয়াল’ নামে পরিচিতি তার দ্বিতীয় স্ত্রী ক্যামিলা ‘কুইন ক্যামিলা’ নামে পরিচিত হবেন; এমনটাই চাচ্ছেন ব্রিটিশ রাজসিংহাসনে ৭০ বছরপূর্ণ করা রানী দ্বিতীয় এলিজাবেথ। ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারী ব্রিটেনের রানী হন দ্বিতীয় এলিজাবেথ। ২১ এপ্রিল ৯৬তম জন্মদিন পালন করতে যাওয়া সদা হাস্যেজ্জ্বল এ কুইন যদিও এখনো অবসরের কথা মোটেই ভাবছেন না।

১৯৯৭ সালের ৩১ আগস্ট সড়ক দুর্ঘটনায় চার্লসের প্রথম স্ত্রী প্রিন্সেস ডায়ানা নিহত হন। সমাজসেবাসহ নানা মানবিক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত থাকা প্রিন্সের ডায়ানার সে মৃত্যু গোটা বিশ্বকে কাঁদিয়েছে। যদিও ডায়ানার সঙ্গে ১৯৯৬ সালে ডিভোর্স হয় যায় প্রিন্সের। ক্যামিলাকে রানী ঘোষণা করার মত গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়ার আগে প্রিন্স চার্লসের এবং প্রিন্স উইলিয়ামের সঙ্গে আলোচনা করবেন রানী দ্বিতীয় এলিজাবেথ। 

 

প্রিন্স চার্লসের স্ত্রী ক্যামিলা-ছবি সংগৃহিত

 

Link copied!