শ্বাসনালীতে সংক্রমণ নিয়ে আইসিইউ’তে সমরেশ মজুমদার

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১২, ২০২১, ০৬:১৪ পিএম

শ্বাসনালীতে সংক্রমণ নিয়ে আইসিইউ’তে সমরেশ মজুমদার

শ্বাসনালীতে গভীর সংক্রমণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় কতাসাহিত্যিক সমরেশ মজুমদার।

শুক্রবার (১১ জুন) সকাল থেকে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল তাঁর। ধীরে ধীরে তা বাড়তে থাকলে ওইদিনই তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বলে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ৭৯ বছর বয়সী এই জনপ্রিয় কথা সাহিত্যিকের চিকিৎসার জন্য ৩ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকেরা প্রতি মুহূর্তে তার স্বাস্থ্যের দিকে নজর রাখছেন। শ্বাসনালীতে সংক্রমণ থাকায় বেশি শ্বাসকষ্ট হচ্ছিল সমরেশ মজুমদারের। হাসপাতালে ভর্তির পরে তাঁর বুকের এক্স-রে করে দেখা হয়। এ ছাড়া সিটি স্ক্যান ও করোনা পরীক্ষাও করা হয়।করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।  

কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস 'দৌড়' ছাপা হয়। ১৯৭৬ সালে দেশ পত্রিকায় ওই উপন্যাসটি প্রকাশিত হয়। তিনি শুধু তার লেখনী গল্প বা উপন্যাসের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, ছোটগল্প, ভ্রমণকাহিনি থেকে গোয়েন্দা কাহিনি, কিশোর উপন্যাস লেখনীতেও তাঁর জুড়ি মেলা ভার।

সমরেশ মজুমদার কলকাতা ও বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা লেখক হিসাবে পাঠকমন জয় করেছেন বারে বারে। সমরেশ মজুমদারের উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ। তাঁর কালবেলা, কালপুরুষ বাংলা সাহিত্য জগতে তাঁকে বিশেষ খ্যাতির অধিকারী করে।

অনেক অসাধারণ লেখনীর শব্দের এই রূপকার জাতীয় এবং আন্তর্জাতিক অনেক পুরস্কার অর্জন করেছেন। ১৯৮২ সালে আনন্দ পুরস্কার, ১৯৮৪ সালে সাহিত্য একাডেমি পুরষ্কার ও বঙ্কিম পুরস্কারসহ অসংখ্য পুরষ্কারে পেয়েছেন সমরেশ মজুমদার।  

Link copied!