আফগানিস্তানে মার্কিন নারীসহ ১৮ এনজিও কর্মী আটক

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০২:০৩ এএম

আফগানিস্তানে মার্কিন নারীসহ ১৮ এনজিও কর্মী আটক

২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় ফিরে বলেছিল, তারা এবার আর আগেরবারের মতো কট্টর পন্থায় দেশ শাসন করবে না। কিন্তু সে কথা তারা রাখেনি। ফাইল ছবি: রয়টার্স

খ্রিস্টান মিশনারি কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে একটি আন্তর্জাতিক এনজিও’র ১৮ কর্মীকে আটক করেছে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ। আটককৃতদের মধ্যে একজন আমেরিকান নারীও রয়েছেন। 

শনিবার (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে।

আটককৃতদের সবাই দ্য ইন্টারন্যাশনাল অ্যাসিসট্যান্স মিশন (আইএএম) এর কর্মী। মধ্য আফগানিস্তানের ঘোর প্রদেশে তাদের কার্যালয় থেকে কর্মীদের তুলে রাজধানী কাবুল নিয়ে গেছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

ঘোর প্রদেশের সরকারি মুখপাত্র আবদুল ওয়াহিদ হামাস ঘোরি বলেন, নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী বেশ কিছুদিন ধরেই তাদের পর্যবেক্ষণ করছিল। যে সকল নথি ও ভিডিও পাওয়া গেছে তাতে দেখা গেছে তারা লোকজনকে খ্রিস্টান ধর্মে যোগ দেয়ার আমন্ত্রণ জানাচ্ছিল।

ওই মুখপাত্র একজন মার্কিন নারীসহ মোট ২১ জনকে আটকের কথা উল্লেখ করেন। তবে আইএএম এক বিবৃতিতে ১৮ জনকে আটকের কথা জানিয়েছে।

এদিকে শনিবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে, সম্প্রতি আফগানিস্তানে একজন মার্কিন নাগরিকের আটক হওয়ার খবরের বিষয়ে তারা সচেতন রয়েছে। তবে তারা এবিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

উল্লেখ্য, ১৯৬৬ সাল থেকে আফগানিস্তানে কাজ করে আসছে আইএএম । তারা বিশেষভাবে চোখের যত্ন নিয়ে কাজ করতো। পরে স্বাস্থ্য ও শিক্ষা নিয়েও কাজ শুরু করে।
২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফেরার পর থেকে তালেবান পশ্চিমাসহ বেশ কিছু সংখ্যক বিদেশীকে আটক করে।

Link copied!