উত্তর কোরিয়া সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। ছবি: ক্রেমলিন
উত্তর কোরিয়া সফরে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরে প্রেসিডেন্ট দেশটির কিম জং-উনের সঙ্গে সাক্ষাতের পেছনে তিনটি লক্ষ্য আছে পুতিনের।
এই লক্ষ্যগুলো হলো-
১. ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়া থেকে আরও অস্ত্র পাওয়া;
২. দুই দেশের বাণিজ্য ও নিরাপত্তা সম্পর্ক গভীর করা;
৩. যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় দুই দেশের যৌথ প্রচেষ্টা জোরদার করা।
সবশেষ ২০০০ সালে পিয়ংইয়ং সফরে যান পুতিন। সে সময় তিনি প্রধানমন্ত্রিত্ব থেকে প্রথমবারের প্রেসিডেন্টের মেয়াদ শুরু করেছিলেন। অন্যদিকে গত বছর সেপ্টেম্বরে মস্কো সফরে যান কিম জং-উন। তখন কোরীয় এই নেতার সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হয় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের। সেই সফরেই পুতিনকে নিজ দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন কিম। এরই পরিপ্রেক্ষিতে বুধবার পিয়ংইয়ং বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় পুতিনকে লালগালিচা সংবর্ধনা ও অভ্যর্থনা জানান কিম জং-উন।
এই সফরকে ‘বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র সফর’ বলে উল্লেখ করেছে ক্রেমলিন। দাবি করা হয়েছে, এতে পর্যটন, শিক্ষা ও সংস্কৃতিতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। সফরের আগে ইউক্রেনে মস্কোর যুদ্ধকে ‘দৃঢ়ভাবে সমর্থন’ দেওয়ার জন্য পিয়ংইয়ংয়ের প্রশংসা করেন পুতিন।