সুদান সেনাবাহিনীর এক ড্রোন হামলায় দেশটির রাজধানী খার্তুমে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। খার্তুমের দক্ষিণাঞ্চলীয় কুরো বাজার এলাকায় চালানো এই হামলায় আহত হয়েছেন আরও ৭০ জন।
রবিবার (১০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে সুদানের গণতন্ত্রপন্থী সংগঠন রেজিস্ট্যান্ট কমিটি জানিয়েছে, বিকেল নাগাদ নিহতের সংখ্যা বেড়ে ৪০ হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। বহু মানুষ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
স্থানীয় চিকিৎসক এবং বশির ইউনিভার্সিটি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষমতার দখলকে কেন্দ্র করে মায়ো এলাকায় সেনাবাহিনী এবং আধা সামরিক বহর- র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে সংঘাত চলছিল। একপর্যায়ে প্রতিপক্ষকে কোণঠাসা করতে লোকালয়ে ড্রোন অভিযান চালায় সামরিক বাহিনী। অবশ্য হতাহতদের সবাই বেসামরিক কিনা; সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
দক্ষিণ খার্তুম ইমার্জেন্সি রুম নামে স্থানীয় স্বেচ্ছাসেবকদের একটি সংস্থা সামাজিত যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করেছে যেখানে অনেক নারী ও পুরুষকে আহত দেখা যায়। একই সাথে কাপড়ে ঢাকা মরদেহ দেখা যায়।
সুদানের সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান এবং আধাসামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএসএফ) প্রধান মোহাম্মদ হামদান দাগলোর মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এ নিয়ে চলতি বছরের এপ্রিলে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে ক্ষমতার দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। টানা ছয় মাসের সংঘাতে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন ৭১ লাখের কাছাকাছি। যাদের মধ্যে ১১ লাখ আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশগুলোয়।