মার্চ ২৪, ২০২৪, ০৮:৩১ পিএম
মস্কোয় কনসার্ট হলে ভয়াবহ হামলার দুই দিন পর জড়িতদের বিষয়ে মুখ খুলেছেন একজন রুশ গোয়েন্দা।
রোববার (২৪ মার্চ) রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবির কর্মকর্তা আন্দ্রে পোপভ দাবি করেছেন, এই হামলার সঙ্গে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র জড়িত। তিনি বলেন, ওয়াশিংটনের অর্থায়নে কিয়েভ সরকার এই হামলার নির্দেশ দিয়েছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সংবাদমাধ্যম স্পুটনিক নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন।
তিনি জানান, সন্দেহভাজন হামলাকারীরা সীমান্ত পার করে ইউক্রেনে যেতে চাইছিলেন। এর মধ্য দিয়ে বোঝা যায়, তারা ইউক্রেন ব্যবহার করে পালাতে চাইছিলেন। দেশটির গোয়েন্দাদের সঙ্গে যোগসাজশ ছাড়া তাদের সীমান্ত পার করা বাস্তবসম্মত নয় বলেও উল্লেখ করেন তিনি।
হামলার কয়েক ঘণ্টা পর ইসলামিক স্টেটস (আইএস) দায় স্বীকার করলেও একে ‘যুক্তরাষ্ট্রের দাবি’ আখ্যায়িত করে এই রুশ গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই দাবির কোনো ভিত্তি নেই। ইউক্রেনে যাওয়ার সময় আটক হওয়া সন্দেহভাজন হামলাকারীদের কাছে তাজিক পাসপোর্ট পাওয়া গেছে। এখান থেকেই আমরা স্পষ্ট ধারণা পেয়েছি যে মস্কোর কনসার্ট হলে হামলার নির্দেশনা কিয়েভ থেকেই এসেছে।
যুক্তরাষ্ট্রের ‘সরাসরি’ অথবা ‘পরোক্ষ’ হস্তক্ষেপে মস্কোয় হামলার ঘটনা ঘটতে পারে এমন মন্তব্য করে আন্দ্রে পোপভ বলেন, ‘এই হামলার পেছনে ওয়াশিংটন নিশ্চিতভাবেই অর্থায়ন করেছে। কারণ ইউক্রেনের মাধ্যমে যে সন্ত্রাসবাদ চালানো হচ্ছে, তাতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য ছাড়া অন্য কোনো উৎস থেকে অর্থ আসছে না।’
গত শুক্রবার সন্ধ্যায় মস্কোর উত্তরে ক্রাসনোগোর্স্ক অঞ্চলে ক্রোকাস সিটি হলে নির্বিচার গুলি চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। সবশেষ ১৩৭ জন নিহতের খবর এসেছে। হামলার পর পরই সন্দেহভাজনদের আটকের খবর নিশ্চিত করে এফএসবির পরিচালক আলেসান্দার বোর্তনিকভ বলেছিলেন, সন্দেহভাজন ১১ জনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে সরাসরি হামলার সঙ্গে জড়িত ছিলেন চারজন। ইউক্রেন সীমান্তের কাছে ব্রিয়ানস্ক অঞ্চল থেকে তাদের আটক করা হয়েছে।