বাশার আল-আসাদ রাশিয়ায়, মিডিয়া রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২৪, ১২:০৪ পিএম

বাশার আল-আসাদ রাশিয়ায়, মিডিয়া রিপোর্ট

ছবি: সংগৃহীত

রাশিয়া সিরিয়ার ক্ষমতা হারানো প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে রাশিয়া এই ঘোষণা করেনি। রাশিয়ার সরকারি মিডিয়া জানিয়েছে, আসাদ ও তার পরিবার এখন রাশিয়ায় থাকবেন।

রাশিয়ার রাষ্ট্র্রায়ত্ত সংবাদ সংস্থা ‘আরআইএ নভোস্তি’কে উদ্ধৃত করে রোববার বিবিসির এক খবরে বলা হয়েছে, আসাদের সঙ্গে তার পরিবারও মস্কোতে আশ্রয় পেয়েছেন।

ক্রেমলিনের একটি সূত্রের বরাত দিয়ে ‘আরআইএ নভোস্তি’র খবরে বলা হয়, “মানবিকতার জায়গা থেকে আসাদ ও তার পরিবারকে রাশিয়ায় আশ্রয় দেওয়া হয়েছে।”

আসাদ যতদিন সিরিয়ায় ক্ষমতা দখল করেছিলেন, ততদিন রাশিয়া ছিল তার সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু দেশ। সিরিয়া ছাড়ার পর আসাদ সপরিবারে এখন রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বলে রিপোর্টে জানানো হয়েছে।

আইএস ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলা

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তাদের বাহিনী মধ্য সিরিয়ায় আইএস ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা করেছে। দাবি করা হয়েছে একেবারে নির্দিষ্ট লক্ষ্যে তারা আঘাত হেনেছে।

সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে আইএস নেতা, সদস্য এবং সহযোগীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের লক্ষ্য সিরিয়ায় আইএস-কে নিশ্চিহ্ন করা।

সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা দ্বিমুখি লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তারা চায় আইএস যেন সিরিয়ার বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে প্রভাব বিস্তার না করতে পারে এবং তারা যেন সিরিয়া থেকে অন্য কোন জায়গায় আক্রমণ করতে না পারে।

সেন্ট্রাল কমান্ড জানিয়েছে অন্তত ৭৫ টি টার্গেটে তাদের এফ ১৫ এ ১০ ও বি ৫২ যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়েছে।

এই আক্রমণের ফলে কেউ হতাহত হয়েছেন কিনা তা সেন্ট্রাল কমান্ড জানায়নি। তারা বলেছে আইএস যাতে নিজেদের শক্তি বাড়িয়ে নিতে না পারে তার জন্য তারা এই আক্রমণ করেছে।

এইচটিএস বিদ্রোহীরা এগোচ্ছে

তুরস্কের সহযোগী এইচটিএস বিদ্রোহীরা মানবিজ শহর দখল করার জন্য এগোচ্ছে বলে সিরিয়ান অবজারভেটরি অফ হিউম্যান রাইটস জানিয়েছে। আরও জানায়, এই অঞ্চলে কুর্দদের সঙ্গে এইচটিএস বিদ্রোহীদের তীব্র লড়াই চলছে। এই সংঘর্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৭ জন মানবিজের সেনা এবং নয়জন বিদ্রোহী।

অবজারভেটারি সূত্রে জানা যায়, তুরস্কের মদতপুষ্ট বিদ্রোহীরা মানবিজের ৮০ শতাংশ এলাকা দখল করে নিয়েছে।

Link copied!